
‘প্রিয়ার চিবুকের একটা কালো তিলের বিনিময়ে’ দুই নগর সমরখন্দ আর বুখারা লিখে দিতে চেয়েছিলেন জগদ্বিখ্যাত কবি-দার্শনিক ওমর খৈয়াম! আর জনৈক কবির ভাষায় প্রিয়ার ঐ চাঁদ মুখের একটি কালো তিলের জন্য বিলিয়ে দেবো সকল তারা! আর কবিরাই পারে এমন ভাবতে। তবে তিলকে তাল নয়, বরং শরীরের কোনো এক কোণে লুকিয়ে থাকা একখুদি ছোট্ট তিলই নাকি বলে দেবে আপনি কেমন! কীরকম? এমনটিই জানিয়েছেন তিল বিশারদরা। এবার জেনে নিন কোথায় কোন তিল কি অর্থ বহন করে।
আঙুলঃ এরা বেশ সাহসি। কোনো বাধার সামনা-সামনি হতে ভয় পান না।
হাতঃ এরাও সাহসী। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
পাঃ এদের পায়ে সরষে ফুল লাগানো। বেড়াতে পেলে আর কিছু চায় না।
কপালঃ এদের সঙ্গে জুড়ে থাকে নাম, অর্থ, সাফল্য।
চোখঃ আগ্রাসী, সহজে উপার্জনক্ষম।
ভ্রুঃ বুদ্ধিমান ও শৈল্পিক।
নাকঃ কথায় কথায় ফ্লার্টে এরা সিদ্ধহস্ত। তবে, এরা রগচটাও।
কানঃ বিশ্বাসী হন।
গালঃ (ডান) অনুভূতিপ্রবণ। (বাঁ) এরা মনের কথা মনেই রাখতে ভালোবাসেন।
ঠোঁটঃ (উপরের) পরোপকারী, সুবক্তা, সামাজিক, সেক্সি, বৈভবপ্রিয়। (নীচের) পড়ুয়া, শান্ত স্বভাবের, যৌন আবেদনপূর্ণ। (ভেতরে) খেতে ভালোবাসেন।
থুতনিঃ বেশ ব্যালান্সড লাইফ এদের। জীবনে সফলতা নিয়ে এরা নিশ্চিন্ত।
গলাঃ রাশভারী ব্যক্তিত্ব।
কাঁধঃ দায়িত্বজ্ঞানসম্পন্ন। বাস্তবোচিত সিদ্ধান্ত নেন। খুব অনুভূতিপ্রবণ এরা।
বুকঃ আলসেমি, কুঁড়েমি এদের রক্তে। তবে, বৈভবে এদের আসক্তি।
হাতের তালুঃ অর্থাগম নিশ্চিত।
এবার মিলিয়ে নিন আপনার তিল! সমাধান করুন আপনার তিল রহস্য!
সূত্রঃসাতলা নিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



