
আহ! কবিতা !!
© নূর মহাম্মদ নূরু
কবিতার নদীতে আমার নৌকা দিলেম ছেড়ে,
জানিনা কোন রূপসীর ঘাটে নৌকা গিয়ে ভিড়ে,
কবিতার সাথে বরণ করে নেয় যদি কেউ মোরে,
কথা দিলাম থাকবো হেথায় ফিরবোনা আর ঘরে।
রাজ কণ্যা লাজুক লতা ঘুম পড়ানি গেয়ে,
মেঘের দেশে উড়িয়ে নেবে পরীর দেশের নেয়ে,
পাতাল থেকে মেঘের দেশে বাঁধবো গিয়ে ঘর,
কবিতা সব পায়রা হয়ে করছে মাথায় ভর।
প্রজাপতি রাঙিয়ে ডানা ফুলের বনে গিয়ে,
ফুলের রেনু মাখছে গায়ে খুশির পরাগ দিয়ে,
চারিদিকে খুশির জোয়ার পাখ পাখালি গায়,
কবিতার নৌকা আমার ছুটছে পূবাল বায়।
এমন শত রঙিন স্বপন দেখছে আমার মন,
মন আকাশে বইছে যখন লিলুয়া পবন,
ধরে বেঁধে যায়না রাখা কবিতারই পাখা,
ছুটছে তারা স্রোতের বেগে নাড়িয়ে দিয়ে শাখা
স্বপণ যখন টুটে গেল ক্ষুধার কামড় খেয়ে,
কোথায় গেলো রাজ কণ্যা ঘেমে উঠি নেয়ে,
কবিতার নাও খানি মোর চড়ায় গেছে ঠেকে,
কি আর হবে রাজ কুমারীর কল্প কথা লিখে।
রাজ কন্যারা ওঠেনাতো এমন বেহাল নায়,
কবিতার নদীতে আমার থাকা হলো দায়,
বাস্তবতা বড়ই কঠিন ক্ষুধায় অন্ন চাই,
ক্ষুধার কাছে কাব্য কথার কোন মূল্য নাই।
প্রকাশকালঃ ঢাকা-১০ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২২ সকাল ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


