কেনো এত কুটিলতা !!
১৩ ই জুন, ২০২২ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন এত কুটিলতা!© নূর মোহাম্মদ নূরুসুন্দর এই দুনিয়াটায় জটিল মানুষ ভরা
ছদ্মবেশ লাগিয়ে চলে যায়না তাদের ধরা!
পর চর্চা পার নিন্দা করে যে দিন রাত
কারো ক্ষতি না করিলে যায়না পেটে ভাত!
হিংসে করে বন্ধু জনের দেখে তাদের ভালো
হাসি দেবে শুকনো মুখে ভিতরটা হয় কালো!
ন্যায় অন্যায় থোরাই কেয়ার বড় ভাগটা চাই
করতে হাসিল খুন করিতে এদের জুড়ি নাই।
আদর্শ আর নীতির কথা থাকে তাদের মুুখে
একটু খানি লাভ দেখিলে দিবে মামলা ঠুকে!
নিজের বেলা ষোল আনা উসুল করা চাই
পরেরও যে হিস্যা আছে সে ভাবনা নাই!
মনের মাঝে সদাই বাজে পরের ক্ষতির গান
সুযোগ পেলেই ধুলায় মিশায় মানি লােকের মান!
কুটিল মনের মানুষেরা জটিলতা বাড়ায়
সাধ্যকি নাই দেশের থেকে এদের কে কেউ তাড়ায়?
মানুষ যখন চুপ থাকিবে প্রতিবাদে নাই
আসবে তখন উপর থেকে আসমানী বালাই!
সৃষ্টিকর্তা ন্যায় ব্চিারক ধরবে চিপে টুটি
লম্ফ ঝম্ফ তোমার সেদিন হয়ে যাবে মাটি!
যাদের জন্য করো তুমি এত বাহাদূরী
পরকালে যেতে হবে সকল কিছু ছাড়ি!
ছাড়তে হবে গাড়ি বাড়ি হীরে জহরত
এসব তোমার কাজ দিবেনা হবে যে বিপদ!
সময় আছে তাঁকে স্মরো ছাড়ো কুটিলতা
মনের মাঝে না রাখিও কোন জটিলতা!
সহজ হও সত্য বলো করো ভালো কাজ
হিংসে ভুলে হাতটি মিলাও নাইতো তাতে লাজ!প্রথম প্রকাশকালঃ ঢাকাঃশনিবারঃ১৯ জুন ২০২১ ইং
পুনঃপ্রকাশঃ ১৩ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২০

গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম হয়েও, ব্রাহ্ম সমাজের আদর্শের বিপরীতে "গোরা" নামে একটি চরিত্র তৈরি করেন। গোরা খুব কট্টরপন্থী হিন্দু যুবক। হিন্দু পরিচয়ে বড় হলেও, আসলে সে আইরিশ পিতা-মাতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬
তোমার চলে যাওয়ার পর
ঘরে আর আলো জ্বালাই না,
অন্ধকারে নিজের মতো করে
সবকিছু চিনে নেই।
জানো, আজ সকালে চা বানাতে গিয়ে দেখলাম
চিনি শেষ,
ভাবলাম ঠিক আছে,
মিষ্টি না থাকলেও চা হয়।
রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ
তোমার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৭ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
অনেকেই বলেন, ৫ আগস্টের পর তো কিছুই বদলায়নি। এই কথাটার সূত্র ধরেই এগোনো যায়। ৫ আগস্টের পর আমাদের কোন কোন পরিবর্তন এসেছে, সেটাই আগে দেখা দরকার। হিসাব করে দেখলাম, বলার... ...বাকিটুকু পড়ুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছেন।
বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে...
...বাকিটুকু পড়ুন
জুলাই ছিলো সাধারণ মানুষের আন্দোলন, কোন লিডার আমারে ডাইকা ২৪'এর আন্দোলনে নেয় নাই। কোন নেতার ডাকে আমি রাস্তায় যাই নাই। অথচ আন্দোলনের পর শুনি আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি মাহফুজ। জুলাই বিপ্লবের...
...বাকিটুকু পড়ুন