আজ ৪ঠা মার্চ আমার জীবনের একটা স্মরণীয় দিন। ২০১০ সালের এই দিনেই আমি প্রথম বাবা হয়েছি।
এই স্মরণীয় দিনের সাথে সাথে আজ আমার মেয়ের জন্মদিনও। দেখতে দেখতে তিনটি বছর চোখের পলকেই চলে গেল। গতবার জন্মদিনের পোষ্ট দিয়ে ব্লগার ভাইদের নিকট থেকে অনেক অনেক শুভকামনা পেয়েছিলাম। যা আমাকে উদ্বুদ্ধ করেছে এইবারও পোষ্ট দিতে। যা আমাকে উদ্বুদ্ধ করেছে এইবারও পোষ্ট দিতে। আশা করি সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সে যেন বাবা মায়ের আশা পূরণ করতে পারে।
তোমার আগমনে পরিপূর্ণ মোদের অঙ্গন, পৃথিবীর সমস্ত সুখ-খ্যাতিতে ভরে উঠুক তোমার জীবন। শুভ কামনায়, আব্বু আম্মু।
এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
শুভেচ্ছান্তে- দাদা,দাদি, নানা,নানি।
দুঃখ বেদনা দুরে থাকুক সুখ তোমায় আগলে রাখুক। শুভকামনায়- জেটা-জেটি, ফুপা-ফুপি, ও চাচ্চু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



