কয়েকদিন ধৈরাই ভাবতাছিলাম যে, এর একটা বিহিত করতে হৈব !!
আবার দূর্ভাগ্যবশতঃ রিমোট নিয়া বসছিলাম .....ঘুরতে ঘুরতে আইসা পরলাম চ্যানেল আই এ । দেখি বিশাল কান্ড !! আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম দেখি দরদর কইরা ঘামতাছে !!! ব্যাপার খানা কি ??
আগ্রহ উইড়া যাইতে মিলিসেকেন্ডও লাগেনাই ...... করিম ভ্রাতা দেখি হোস্ট হইছেন , গেম শো এর নাম'' রুপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামিলি '' !!
ভাবলাম,কত আগড়বাগড় অনুষ্ঠানই তো দেখি , এখন একটু বাংলা গেম শো দেখলে কি আর এমন হইব !! ( তখনও বুঝিনাই আমার কপাল এমনভাবে পোড়া যাইবো
তো ঘটনা কি ?? ঘটনা হৈল এই যে, করিম ভাই নিজেরে গেম শো এর হোস্ট বানাইছেন ঠিকই, কিনতু ভাবচক্কর এমনভাবে লৈছেন,যেন অমিতাভ বচ্চন'' কৌন বনেগা''
ধমকধামক ছাড়া কথাই নাই তার । প্রতিযোগীদের দিকে আঙুল তুইলা এমনভাবে শাসায়া কথা কইলো , যেন মাস্টর মশাই !! একজনরে কৈলো, '' সাবধান, বাড়াবাড়ি করার চেস্টা করবেন না'' , আরেকজনরে ''কি বলেছি, তা কি মাথায় ঢুকেছে?? '' !! আরেকজনরে , '' যা বলেছি,তা যেন মনে থাকে( আঙুল তুইলা !! ) '' ...... আর কত কমু !! মেজাজ চ্রম খ্রাপ হৈল !!
রুম বানাইছে একখান , মনে হৈলো কোন এসি নাই !
ঐ ব্যাটার কাম কি তা পুরা অনুষ্ঠান ধইরা ভাবলাম .....করিম ভাই প্রতিযোগীদের লইয়া এক গুদাম থিকা আরেক গুদামে দৌড়ায় আর পিছে পিছে ঐ কনস্টেবল ধামড়া ব্যাটা বাঁশীতে ফুঁ মারতে মারতে দৌড়ায় !!
একখান রুমের সামনে আইসা করিম ভাই ডিরেকশন দেওয়া শুরু করলেন ( ডিরেকশন দিতে গিয়া মোটামুটি কোনো ক্লু আর বাদ রাখেন নাই -সবই কৈয়া দিছেন !
তারপর প্রতিযোগি ঢুকলেন !! উরেব্বাস !! এযে দেখি আরেক কান্ড !! প্রতিযোগির ঘাড়ের উপর দেখি এক ক্যামেরাম্যান আগেই রুমে ঢুইকা আছে !! তাও একটা না , দুই দুইটা !
প্রতিযোগিদের একজন আরেকজনরে হেল্প করা শুরু করলেন ....হেল্প করার ভাষাও সেইরকম ( নাকি আমারই মানসিকতা খ্রাপ ?
......শোনা যাচ্ছেনা .....শোনা যাচ্ছেনা !!! এখন যাচ্ছে ?? হ্যা হ্যা .....তাড়াতাড়ি ঢুকাও ,সময় হয়ে আসছে ( সময় শেষের দিকেই বুঝাইছে ,অন্যকিছুনা
প্রতিযোগী জিতলেন ....আবার কনস্টেবলের ফুঁ .... মারতে মারতে দৌড় ...করিম ভাই আবার ঘামতে ঘামতে মুল মঞ্চে..... অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা কৈরা গরুর গলায় যেমন ঘন্টা থাকে , ৈরকম ঘন্টাতে টং শব্দ কৈরা মঞ্চের পিছে হাপিস হৈয়া গেলেন !! ( মনে হয় গোসল করতেই )
মেজাজ খারাপ কৈরা আরো কিছুক্ষন বৈসা রইলাম ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




