তোমার শহরে ফিরে আসছে সেই কিশোর,
অনেক অনেক দিন আগে যার মন ভেঙে দিয়ে তোমার আনন্দ হয়েছিলো
না,কাউন্ট অফ মন্টি ক্রিষ্টোর বেশে নয়,
তার অতটা সৌভাগ্য আমরা আশা করি না
এক সাদামাটা পথিকের বেশেই সে প্রবেশ করবে নগর তোরণ দিয়ে;
পুরোনো গিভসনটাকে সঙ্গী করে সে আসছে এই শহর মাতাতে,
তার স্মৃতির শহর,
একযুগ আগে যাকে পেছনে ফেলে সে পাড়ি দিয়েছিলো জীবনের পথে।
শহরের গন্ধে সে কামার্ত,বিরহী যক্ষের মতন
প্রতিটি নিশ্বাসে চাইছে আপন করে নিতে শহরটাকে
তবে শহরটাই কিশোরের চিত্তচাঞ্চল্যের একমাত্র হেতু নয়,
তার সতর্ক দৃষ্টি ব্যস্ত এক বালিকার খোজে,
সমস্ত স্বীমাবদ্ধতা নিয়ে যার কাছে সে নতজানু হয়েছিলো
কিন্তু বালিকার প্রত্যাখ্যান ও শহরের লোকেদের প্রত্যাখ্যনজনিত উপহাসে
পীড়িত হয়েছিল সে,এতটাই যে অভিমানে ছেড়ে গিয়েছিলো শহর।
তারপর বহুকাল বৃষ্টিতে ভেজা হয়নি তার,
এমন নয় যে সে সাহারায় পাড়ি দিয়েছিল কিংবা
অন্য নগরগুলোতে তখন বর্ষা আসতো না
বৃষ্টিবালিকার দুঃস্বপ্ন তাকে এতটাই তাড়া করতো
যে সাহস হত না কিছুর।
কিন্তু আজ আমি চাই বৃষ্টি নামুক অঝোর ধারায়
এই বৃষ্টিবালিকার শহরে,
ভেসে যাক কিশোরের যত অভিমান
বালিকার দেখা মিলুক আর নাই মিলুক
বৃষ্টিস্নান ছাড়া কিশোর ফিরে যাবে
এ আমি মেনে নেবই না।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৭ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




