আমরা অনেকজন,আমাদের অনেক জীবিকা,
কেউ শান্তিচুক্তি করি,কেউ বা রাজাকার খ্যাদাই,
আমাদেরই কেউ আবার কুসীদজীবি;
রাজপথে ছাড়ি রণহুঙ্কার।
আমাদের নাই গলায় গলায় ভাব,শুধু শত্রু শত্রু খেলি,
যদিও তলে তলে সব একপেট।
বিষ্ঠার মাঝে নিত্য বসবাস,
যদিও আমরা কেয়ার করি না মোটেও
শুধু রুমাল চাপা দেই নাকে,
গন্ধটা এড়াই কোনোমতে,
আর ইদুরটার মত চোখ বন্ধ করে ভাবি
বেড়ালটা হয়তে দেখছে না আমাদের।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




