জানি না, পৃথিবীতে মানুষ এ কে অন্যেরে ঠিক কতটা বলদ মনে করে..? তবে অতি চালাক বাংলাদেশীর মাঝে অতি উন্নত প্রজাতির এক শ্রেনীর লোক আমাদের এই দেশের মানুষ গুলারে খালি বলদ না শিক্ষিত বলদ মনে করে বইলা মনে হইতাছে..। যারা নচিকেতার বান্দরের গান টা শুনছেন তারা বিষয়টা গায়ে না মাখলেও যারা শুনেন নাই তারা কিছু টা মাখার কথা। আমাগো দেশের প্রায় ৪ লাখ মানুষেরে ঘোষনা দিয়া বলদ বানাইতাছে একটা সনামধন্য বহুল প্রচারিত 'চটি কাগজ' । এই কাগজ খানা তাদের বহুল কাটতি আরো বহুলাংশে বৃদ্ধির জন্য নিয়মিত তাদের সফলতা প্রচার করতাছে। ঘটনা এইখানেই.. তাদের লিখ্যমতে তারা নির্ভূল গননার মাধ্যমে বলদ জনগন রে শিখাইতাছে যে তাদের চটি খানা আজ ৪,৪৩,৭৯৩ কপি ছাপা হইছে । ভাব খানা এমন যে পত্রিকা ছাপাইয়া তারপর গুইনা গুইনা উপরে ছিল মারছে, আর কাজ করতে যাইয়া ২/১ টা পত্রিকা নষ্ট হইছে বইলাই এই .....৭৯৩। যাতে জনগন মনে করে পুরা কথাটাই অর্ধেক নয় পুরা সত্যি। অথচ পত্রিকা ছাপার আগেই ঐ কথা লেখতে হইছে।
আসলে যারা তাগো পত্রিকার কপালে এইরকম একটা ভুয়া কথা নিয়া ঘুইরা বেড়ায় তাগো পত্রিকার সত্যতা কতটুকু হইবার পারে বোঝা শেষ।
পুনশ্চ: যারা বোঝেন নাই তাগো লাইগা.. মানলাম বাংলাদেশ প্রতিদিন খুব চলে। সকালে রাস্তায় বাইর হইয়া জামে আটকাইয়া অন্তত বাতাস করার লাইগা হইলেও মেলা মাইনষে এই চটিটা কিন্ন লয়.. মাগার হেরা যেমনে আমাগো বিশ্বাস করানের লাইগা গুইনা লেখার ভাব ধইরা ....৭৯৩ মার্কা ভাঙ্গা সঙখ্যা ডেইলী সকালে আমগো দেহায় হেইডা কেমনে সম্ভব..? এই লেখা তো পত্রিকা ছাপা মেশিনে তোলার আগেই লেখা লাগে। হেরা কেমনে জানে যে মেশিনে ৯৩ টাই ছাপবো, একটা পত্রিকাও নষ্ট হইবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




