দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। তাছাড়া পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এটা বলা যাবে না। তবে হয়তো আরাধ্য পর্যায়ে কিংবা সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে পারিনি।
বর্তমান সরকারের বিশাল ডিজিটাল মন্ত্রী সভার মাঝে চরম এনালগ ছাগল পাগল কতিপয়ের মধ্য হতে সরাষ্ট্র মন্ত্রী চিরকুমারী মহিলা গাধা সাহারার কথা বলতে আমার ঘিন্নাই লাগে। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের একের পর এক অপকর্মের পর সরকারের নিরবতার দিকে দৃষ্টি আকর্ষন করে ‘চিরুণী অভিযানের’ প্রয়োজনীয়তা বিষয়ে তার প্রতি সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে - জাবি, রাবি র ঘটনা স্বাভাবিক !! কিছু করার থাকে না !! শিবির , জঙ্গী ঢুকেছে !! শুনে আমরা এখন মোটেও চমকিত হই না। শুধু তাই নয় নানা বিচ্ছিন্ন(!!) ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ছাত্র যথাক্রমে রাজিব, আবু বকর, আসাদ, কায়সার এর মৃত্যুর পর স¤প্রতি বরিশাল পলিটেকনিকের ছাত্রলীগের দুই গ্র“পের প্রকাশ্য ‘ব্যবচ্ছেদ কর্মকান্ড’ কে Biology বই এর Human Body অধ্যায়ের Practical class বলে উড়িয়ে দিলেও আমরা তা মেনে নিতে প্রস্তুত। কেউ হয়তো বা ধরে নেবে সে ছাগল প্রকৃতির জন্তু।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল ইসলাম টুকু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বললেও পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে অন্য কথা। ২০০৯ সালের তুলনায় গত বছর (২০১০) দেশে ৩৮ হাজার ৪২৬টি অপরাধ বেশি হয়েছে। পুলিশ সদর দফতর থেকে পাওয়া এই তথ্যমতে বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের চেয়ে এ সংখ্যা ৭২ হাজার ৫০১টি বেশি এবং সেনাসমর্থিত ওয়ান ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমল ২০০৭ সালের চেয়ে ৩৮ হাজার ৩৩৪টি বেশি। গত বছরের তুলনায় এ বছর খুন বেড়েছে ৯৬টি। ২০০৫ সাল থেকে ৭২৩টি খুন বেশি হয়েছে। বিগত ২০১০ সালে দেশে ডাকাতি ২৯১, দস্যুতা ১৩৬৬, খুন-হত্যা ৪৩১৫, দ্রুত বিচার আইনে মামলা ১৬৯২, দাঙ্গা হাঙ্গামা ৯৫০, নারী নির্যাতন ১৫১৩৪, শিশু নির্যাতন ১৪৫৬, অপহরণ ৮৮০, পুলিশের ওপর হামলা ও মারধর ৪৬২, সিঁধেল চুরি ৩১১৪, দুর্ধর্ষ চুরি ৮৫১৩, অস্ত্র ১৭০৩, বিস্ফোরক ১৮৯, মাদক ৫৬২৪৯, চোরাচালান ৯৭৭৬ ও অন্যান্য অপরাধে মামলা হয়েছে ৮৯৪৪৪টি। পুলিশ সদর দফতরে গত বছরের অক্টোবর পর্যন্ত রেকর্ড তৈরি রয়েছে। একজন পুলিশ কর্মকর্তা অপর দুই মাসের রেকর্ড দেন বিভিন্ন হিসাব করে। এসব রেকর্ডে দেখা গেছে, ২০০৯ সালের তুলনায় এবার ডাকাতির মামলা কমে বেড়েছে দস্যুতার মামলা। বিগত বছরে নারী ও শিশু নির্যাতন অতীতের যে কোনো রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১০ সালে নারী নির্যাতনের ঘটনায় আগের বছরের চেয়ে ১৩ হাজার ৯৩০টি বেশি মামলা হয়েছে। বিশেষ করে ইভটিজিং ভয়াবহ ছিল বছরজুড়েই। মানবাধিকার সংস্থা অধিকারের রিপোর্ট অনুযায়ী গত দু’বছরে ক্রসফায়ারে নিহত হয়েছে ২৮১ জন।
[সুত্র: দৈনিক আমার দেশ, বুধবার ১২ জানুয়ারি ২০১১]
মাননীয় মন্ত্রীর মনে রাখা দরকার ১/১১ র মত কঠিন সময় পার করে এসে জনগন তাদের শান্তি পুনঃস্থাপনে এ সরকারকেই পছন্দ করেছে। দায়িত্ব গ্রহনের পর থেকেই পিলখানা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ নানা ইস্যুতে জনগন বিচলিত। সাথে বাড়তি পাওনা হিসেবে সারা দেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজী কিংবা হামলার ঘটনা ঘটেই চলেছে। আইন শৃঙ্খলার ‘উন্নত অবস্থা’(!!) সহ্যক্ষমতা অতিক্রম করেছে আগেই। দিন দিন ই তা আরোও উন্নত হতে চলেছে।
আর অতি শিঘ্রই এসব নিয়ন্ত্রন না করতে পারলে সর্বদা সরলপ্রাণ বাঙ্গালী আবারো ভাবতে শুরু করবে সেই গ্রাম্য কৃষকের মত- যে কি না একটা দড়ি হাতে মাঝ মাঠে দাঁড়িয়ে ভাবছিল কি যেন? কেউ একজন জিজ্ঞাসা করলো,
- কি ভাই কি খুঁজছেন?
- না মানে আমি ঠিক বুঝতে পারছিনা। আমার গরুটা হারালাম নাকি দড়িটা খুঁজে পেলাম।
সরকারের বছর দেড়েক পার করে এসে আজ যদি আবার হারানো-প্রাপ্তির হিসাব নিয়ে ভাবতে হয় তাহলে এর ফলাফল কি হবে? তা সরকার ভালো করেই জানে।
সুতরাং থাকুক না চিরুণী সংকট, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রনে অন্তত ‘কাঁটা-চামচ’ দিয়ে হলেও অভিযান পরিচালনা করে অবস্থার নিয়ন্ত্রন করা জরুরী। এ সামান্য বিষয়টি আমাদের বর্তমান সরাষ্ট্র মন্ত্রী ও তার সহকারীর মাথায় বিন্দৃ মাত্র ঢোকার আশায় রইলাম। আর প্রভুর কাছে দোয়া করতে থাকলাম। হায় আল্লাহ মুরগীর মাথায় যে টুকু আছে অন্তত সে পরিমান ঘিলু আমাদের সরাষ্ট্র প্রতিমন্ত্রীর মাথায় দাও। তাহলে অন্তত কাজ হোক আর নাই হোক মুখ বন্ধ থাকার কথা। অন্যথায় কেউ না কেউ এই ছাগলটার মুখে লাগাম লাগানোর ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে। যদিও আগে জানতাম না.. ছাগলেরও লাগাম লাগে।
তা না হলে না জানি কবে জিঙ্গাসা কইরা বসে.. আর কত চাই শান্তি..?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




