আগস্ট আমাদের ক্যালেন্ডারের সবচেয়ে অসুখী মাস। আরবি মুহররমের মতো। আমাদের বাঙালি জাতির সত্যিকার প্রদীপগুলো কেন যেন এইমাসেই দপ দপ করে নিভে গেছে বুনো বাতাসের তোড়ে। নামগুলো লক্ষ্য করিঃ রবীন্দ্রনাথ ঠাকুর (৭ আগস্ট,১৯৪১), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৫ আগস্ট,১৯৭৫), কাজী নজরুল ইসলাম (২৭ আগস্ট,১৯৭৬), হুমায়ুন আজাদ (১২ আগস্ট,২০০৪), শামসুর রাহমান (১৭ আগস্ট,২০০৬), তারেক মাসুদ (১৩ আগস্ট,২০১১) নামগুলো অজান্তেই এই অশুভ মাসের প্রতি সন্দেহের জন্ম দেয়। এই অভাগা মাসের ২১ তারিখেই শেখ হাসিনার উপর প্রাণঘাতী গ্রেনেড হামলা হয়। এ মাসের ১৭ আগস্টে হয় দেশব্যাপী সিরিজ বোমা হামলা।
টি এস এলিয়ট এপ্রিলকে পাশ্চাত্যের সবচেয়ে শোকের মাস বলেছেন। আগস্টকে বাঙালিদের শোকের মাস বলা ছাড়া আর কোন উপায় নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




