কৃত্রিম আলোর থেকে সরে এসেছি প্রিয়তমা
ফানুস উড়া রাতের সমুদ্রের কাছে এসেছি
নিরবতার কাছে এসেছি সমর্পিত হতে
সেই রাত্রির কাছে শুভ্র প্রভাতে।
বড্ড অকাল পড়েছে আজকাল
তোমার দেখা নাই, সমুদ্রে বাতাস নেই
শুধু ঢেউ গুলো আছড়ে পড়ছে ক্ষোভে
দিনরাতের প্রতিটি প্রহরে।
কৃত্রিম আলো থেকে দূরে আছি প্রিয়তমা
তোমার স্পর্শ পাঠাও
আমি সাগরকে শান্ত করি।