প্রতিদিন আমি খুন হই
প্রতিদিন আমি খুন হই
পেন্ডুলামের মত দুলতে থাকা দোদুল্যমান সিদ্ধান্তগুলোর কাছে।
হতাশার কাছে নিত্য পরাজিত আশাতীত প্রত্যাশার কাছে।
মনুষ্বত্বকে আড়াল করে রাখা হিংস্র পশুত্বের কাছে।
সময়কে বঞ্চিত করা নিরলস অলসতার কাছে।
প্রতিদিন আমি খুন হই
দুরন্ত নিষ্পাপ শৈশবকে ফিরে না পাওয়ার আকুতির কাছে।
পূন্যকে গ্রাস করা দানবীয় পাপগুলোর লালসার কাছে।
হিমালয়সম স্বপ্ন ভাঙার মর্মর ধ্বনির দুঃস্বপ্নের কাছে।
রাত জাগা দুটি চোখের নিচে আচঁর কাটা কালির কাছে।
প্রতিদিন আমি খুন হই
নাম না জানা পথের শিশুটির ফ্যালফ্যালে চাহুনির কাছে।
অভুক্ত বৃদ্ধার রিক্ত হস্তের ময়লা জমা শিরাগুলোর কাছে।
সঙ্গী খুজে বেড়ানো কোন এক অচেনা পাখির আর্তনাদের কাছে।
ঝড়ের আঘাতে অর্ধ ভঙ্গুর বৃক্ষের অসহায়ত্বের কাছে।
প্রতিদিন আমি খুন হই
বিরামহীন অহেতুক বিচ্ছিন্ন ছোটাছুটির ক্লান্তির কাছে।
ভুলে ভরা জীবনের অতিত পাতার ভ্রান্তির কাছে।
না পাওয়ার ব্যথায় মুষরে পড়া দুঃখ বিলাসীর শান্তির কাছে।
গুম হওয়া মনের গহ্বরে শুন্যতা আর হাহাকারের কাছে।
প্রতিদিন আমি খুন হই
নিজেকে ভাল মানুষ সাজানোর কৃত্রিমতার কাছে।
প্রতিনিয়ত ভুলতে থাকা নিজের সাথে লুকোচুরির কাছে।
মনের ভেতরের নিভে যাওয়া আগুনের ছাইগুলোর কাছে।
পানিহীন চোখে বুকের কান্নার অজস্র বৃষ্টি কনার কাছে।
প্রতিদিন আমি খুন হই
তোমার মায়াবি চোখের দৃষ্টির গভীরতার কাছে।
তোমার হন্তাকারীনী হাসির উচ্ছ্বাসতার কাছে।
তোমাকে নিয়ে লেখা গানগুলোর প্রতিটি অক্ষরের কাছে।
তোমাকে হারানোর তীব্র ব্যাথাগুলোর বিস্মৃতির কাছে।
আজ খুন হওয়া আমার মনের কাঙাল প্রেতাত্মাগুলো হিংস্র ক্ষুধার্ত;
তারা আজ গোগ্রাসে গিলতে চায় ভালবাসা নামক অখাদ্যকে।
অনুভূতিশুন্য মানুষগুলো আজ কতই না সুখি!
ভিখারী হয়ে তাদের কাছে হৃদয়ানুভূতির ডালি সাজিয়ে কতবার গিয়েছি!
প্রতিবার আমি কি পেয়েছি জানো?
নতুন নতুন খুনিকে;
একজন কতবার খুন হতে পারে বল?
একজনকে কতবার খুন করা যায়!
একজনকে খুন করতে কতজন লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




