অন্য একদিন সব বলবো। আজ সামান্য একটা বিষয় জানতে চাচ্ছি। প্লিজ কেউ পড়লে জানাবেন।
আমি একটা ব্যর্থ মানুষ (আজবধি)।
আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিঃ বিষয়ে ৩য় বর্ষে অধ্যয়নরত। যদিও চতুর্থ বর্ষে থাকার কথা ছিল (১ম বর্ষে অনেকটা আত্মবিশ্বাস হারিয়ে ফাইনাল পরিক্ষা দেইনি)। আমার এস.এস.সি. তে জিপিএ ৫ এবং এইচএসসি তে ৪.৩০ ছিল। কতদিন মনে নেই, তবে কবে থেকে আমি নিজেকে হতাশাবাদী একজন করে তৈরী করতে শুরু করেছি তা মনে নেই। তবে এখন আমার মনে হয় আমি কিছুই করতে পারিনা পারবো না। আমার বর্তমান ক্লাস রিজাল্টও খুব খারাপ (জিপিএ ২.৫+)। পড়াশোনাও করা একপ্রকার বাদ দিয়েছি (এই যে এখন যেমন আমার ৩য় বর্ষ ফাইনাল চলছে, সবাই পড়ছে আর আমি...)। সেদিন প্রথম আলো-তে আমার এ অবস্থায় পড়া একজনের কথা পড়লাম (Click This Link) তাতে একটা বিষয় স্পষ্ট হল যে আমি অসুস্থ।
যাহোক আমি জানতে চাচ্ছি আমার এরকম পঁচা রিজাল্ট নিয়ে ভবিষ্যতে কি কিছু করা যাবে???
যদি যায় তাহলে কি করা যায় অথবা কারো কোন সদুপদেশ থাকলে জানাবেন প্লিজ।
(আমার আব্বু-আম্মুর জন্য খুব খারাপ লাগে, তারা আমার কোন কিছু অপূর্ন রাখেননি; কিন্তু বিনিময়ে আমি তাদের করছি হতাশ আর দিচ্ছি কষ্ট। আর তাদের হয়তো আমি বলতে পারবো না যে আমি অসুস্থ; কারন আমার সমস্যা উপর থেকে বোঝার নয়, সমাধানের নয়...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




