এর আগেও এরকম একটা পোস্ট করে ছিলাম। এগুলো আমার অস্থিরতার বহিঃপ্রকাশ।
আমি একটা ব্যর্থ মানুষ (আজবধি)।
আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিঃ বিষয়ে ৪র্থ বর্ষে অধ্যয়নরত। যদিও এতদিন অনার্স শেষ করার কথা ছিল (১ম বর্ষে অনেকটা আত্মবিশ্বাস হারিয়ে ফাইনাল পরীক্ষা দেইনি)।
আমার এস.এস.সি. তে জিপিএ ৫.০০ এবং এইচএসসি তে ৪.৩০ ছিল। কতদিন বা কবে থেকে আমি নিজেকে হতাশাবাদী একজন করে তৈরী করতে শুরু করেছি তা মনে নেই। তবে এখন আমার মনে হয় আমি কিছুই করতে পারিনা পারবো না। এ অবস্থার শুরু হয়েছিল এইচ এস সি পড়াকালীন সময় থেকে। এখানে বলে রাখা ভাল যে জিনেটিক হোক (আম্মুও অনেকটা আমার মত) বা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ঠ্যের কারনেই হোক অনেক ক্ষেত্রেই আমি বর্তমান যুগের সাথে বেমানান। যেমন এখনকার বন্ধুমহলে যে সব হালকা বিষয়ে আলাপচারিতা হয় তা আমার দ্বারা কোন কালেই সম্ভব না। কিন্তু আমি যে কোন মানুষকেই খুব অল্প সময়ে আপন ভাবতে শুরু করি, ভালবাসতে শুরু করি, তার প্রতি প্রত্যাশাটাও তাই অল্পতেই অনেক হয়ে যায়। কিন্তু পরে ঠিকই বুঝি আমি জগৎ বা মানুষকে যে ভাবে দেখি; আসলে তা অতটা সহজ না। এ কারনে আমার এ যাবৎ অনেক ক্ষেত্রেই চড়া মূল্য দিতে হয়েছে। আমি অনেক সংগপ্রিয় মানুষ, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত আমার তেমন কোন বন্ধু মহল গড়ে ওঠেনি। ছোট কাল হতেই শিক্ষক বা ছাত্র সব মহলেই বেশ জনপ্রিয় ছিলাম। কিন্তু এখন সেটাও নেই। ছোটবেলা কিছু বন্ধু ছিল যারা আমাকে অনেক ভালবাসত (অন্তত আমার ধারনা), অথচ আজ তাদেরকেও কেমন জানি অপরিচিত মনে হয়। তারাও আমার সাথে অনেকটা ভাশুরের মত আচরন করে। এ সবই আমার নিজের স্বকিয়তা টিকিয়ে রাখার ফলাফল। আমার পরিবারে আমি পেয়েছি আধুনিকতা, ধর্মীয় মূল্যবোধ আর মানবিক আদর্শের মিশ্রিত এক রূপ। পরিবার থেকে যে আদর্শ নিয়ে বড় হয়েছি, সব ক্ষেত্রে না হলেও চারিত্রিক কিছু ক্ষেত্রে তার বেশ প্রভাব আমার ভেতরে আমি লালন করে চলেছি। সেগুলো আমার রক্তে মিশে গিয়েছে। চাইলেও আর পরিবর্তন করা সম্ভব না।
যা হোক এ পর্যন্ত অনেকেই বলেছে যে তারা আমাকে আদর্শ মনে করে। কিন্তু বাস্তবতা হল তাদের আমি আমার অনেক কাছের বন্ধু মনে করতাম। আর যার ফলে আমার সাথে তাদের আচরন আর তাদের সাথে আমার আচরন কখনো এক হয় নি।
আমার আরেকটি মারাত্মক সমস্যা হল আমি অতিরিক্ত স্পর্শকাতর (এটা আমার ভাইবোনের মাঝেও বিদ্যমান)।
খুব অল্পতেই আমি খুশি বা কষ্ট পাই। কোন কিছু আমার মনে অনেক সহজেই রেখাপাত করে। অনেক দুশ্চিন্তা করি। আমার তো এখন অবসরে প্রিয় কাজই হল চিন্তা করা। এ জন্য অনেক অহেতুক স্বপ্নও আমাকে মাঝে মাঝে আচ্ছন্ন করে। আসলে জীবনে কত যে স্বপ্ন দেখেছি তা হয়তো লিখলে কয়েকটা ডায়েরী শেষ হত।
যা হোক আমার বর্তমান অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে জীবনটা বোঝা মনে হয়। মনে হয় আমি এক স্থানে থেমে গেছি। সময় চলে যাচ্ছে, চুলে পাক ধরেছে, কমতেও শুরু করেছে কিন্তু আমি সেই আগের মতই রয়ে গেছি। মনে হয় জীবনে অর্জনের খাতা জুড়ে পুরোটাই হাহাকার।
আমার বর্তমান ক্লাস রিজাল্টও খুব খারাপ (জিপিএ ২.৫+) পড়াশোনা করা একপ্রকার বাদই দিয়েছি । গতানুগতিক মুখস্থ পড়ালেখা আর ভাল লাগেনা।
আচ্ছা আমার এরকম পঁচা রিজাল্ট নিয়ে ভবিষ্যতে কি কিছু করা যাবে???
আচ্ছা আমি কি করতে পারি বা কি করা যায়?
আন্তরিকতার সাথে জানতে চাচ্ছি; কারো কোন সদুপদেশ থাকলে জানাবেন প্লিজ।
(আমার আব্বু-আম্মুর জন্য খুব খারাপ লাগে, তারা আমার কোন কিছু অপূর্ন রাখেননি; কিন্তু বিনিময়ে আমি তাদের করছি হতাশ আর দিচ্ছি কষ্ট। তারাও আমাকে অনেক ভাল একজন মনে করে বলে আমার মনে হয়। অথচ আমার মনে হয় আমি অবিরত তাঁদের সাথে প্রতারণা করে চলেছি; ইচ্ছা বা অনিচ্ছায়। তাদের হয়তো আমি বলতে পারবো না যে আমি অসুস্থ; কারন আমার সমস্যা উপর থেকে বোঝার নয়, সমাধানের নয়...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




