যদি কখনো মনে পড়ে যায় আমাকে,
আকাশ পানে তাকিয়ে থেকো আনমনে;
মেঘের ভেলায় ভেসে ভেসে বৃষ্টি হয়ে ছোবো তোমাকে । ।
খুঁজে নিও এই আমাকে । । ।
কখনো বা বাতাস হয়ে তোমার জানালায়,
আর কখনো চাঁদের পালকি ছুঁয়ে তোমার আঙিনায়,
কখনো বা শিশির হয়ে তোমার ভেজা পায়,
কখনো বা অলস দুপুর তোমার চিলেকোঠায়।
ও মেঘের ভেলায় ভেসে ভেসে বৃষ্টি হয়ে ছোবো তোমাকে । ।
খুঁজে নিও এই আমাকে । । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




