বর্তমান দূর্নীতিমুক্ত(আমাদের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী!!!) সরকারের সুবোধ শেয়ারবাজারে প্রবেশ করেছিলাম যখন, তখন বেশ ভাল ধারনা নিয়েই ঢুকেছিলাম। চেয়েছিলাম সৎভাবে বাবার কষ্টার্যিত কিছু টাকা বিনিয়োগ করে ছাত্রাবস্থায় নিজেকে এবং পরিবারকে কিছুটা সহযোগিতা করা। একারনে সূদের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কোম্পানীগুলোকে সবসময় পাশ কাটিয়ে চলেছি। তাড়াহুড়া না করে অপেক্ষাকৃত ভাল মৌলভিত্তির কোম্পানীতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছি। তাছাড়া আমার ব্রোকার হাউসটিতে অনলাইন সুবিধা না থাকায় এবং আমার থাকার স্থান থেকে তা বেশ দূরে হওয়ায় নিয়মিত কেনাবেচাও সম্ভব ছিল না।
কিন্তু কারশাজির এই পুজিঁবাজার কাউকেই ছাড় দেয়নি। ভাল কোম্পানীগুলোকেও করেছে প্রশ্নবিদ্ধ। এখন বাংলাদেশের পুজিঁ বাজারের বিনিয়োগ বৈধ না অবৈধ তা নিয়েও সন্দেহে পরতে হয়। কারন এখানে কোন ভাল শেয়ারই ভাল নেই, খারাপ শেয়ারেও সংজ্ঞা নেই। যে খবরে দাম বাড়ার কথা তাতে বাড়ে না। আবার খারাপ খবরেও সার্কিট ব্রেক হয়। যেদিন দাম বাড়ে সবগুলোর বাড়ে, কমলে সব কমে। আজীব!! যাই হোক তবুও সবদিক খোজখবর নিয়ে কিছু কোম্পানীর নাম শুনেছি, যাদেরকে নিয়ে কারশাজি করতে একটু চিন্তা করতে হয়। যাদের সুনাম প্রশংসনীয়। যাদের ধারাবাহিকতাও ভাল। এরকম কোম্পানীর মধ্যে যতটুকু শুনেছি, স্কয়ার ফার্মার নাম সর্বাগ্রে থাকে। তো এই কারশাজির বাজারে একটু ভাল থাকার নিমিত্তেই স্কয়ার ফার্মার শেয়ার কিনলাম যখন তার একেকটার দামই ছিল ৩০০০-৩৫০০ (ফেসভ্যালু ১০০ যখন)।
তখন মনে হয়েছিল ওদের ভাল বোনাস পেয়ে দাম সহনশীলতায় চলে আসবে। কিন্তু আমিও ঢুকলাম আর ওটার দামও পরতে শুরু করল। যদিও বোনাস ভালই দিচ্ছে (যেমন এবার ৪০% স্টক)।
কিন্তু আমি আমার ক্ষতি আর পুষিয়ে নিতে পারছি না। এবার ভাল অফার পেয়ে এবার অন্য শেয়ার বিক্রি করে আরও স্কয়ারফার্মা কিনলাম। কিন্তু কমছে তো কমছেই। এত কম কখনো স্কয়ারফার্মার হয়নি। কিন্তু আমি এখানে আছি না!! হা হা। তো যারা কিছুটা জানেন বা শেয়ারমার্কেটের সাথে আছেন তাদের অভিজ্ঞতা থেকে (যেহেতু আমার অভিজ্ঞতা খুবই কম) জানতে চাচ্ছি, স্কয়ারফার্মা কবে নাগাত একটু ভাল অবস্থানে যেতে পারে। একটূ ধারনা দিলে কৃতজ্ঞ হতাম। উল্লেখ্য, বোনাস নেওয়ার পরও আমার স্কয়ারফার্মার গড় ক্রয়মূল্য ১৮৯+।
যেখানে আমার ক্ষতি পুষিয়ে নিতে কমপক্ষে ২৪০+ হওয়া দরকার।
দয়া করে জানাবেন কি? কতদিনে আমি ক্ষতি পুষিয়ে নিতে পারি??
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




