আমি ব্লগের নির্বাক পাঠীকা। ব্লগ পড়ে খুব ভাল লাগে। কিন্তু, রাগ হয় যখন দেখি মানুষ মিথ্যা কথা লিখে নিজেকে খুব জাহির করতে চায়।
সৈকত সাহেব . . . আপনি আমার মত পাঠক/পাঠীকাদের বোকা ভাবেন? গুগল, ফেসবুক, মাই-স্পেস বড় সাঙ্ঘাতিক জিনিশ। রাভেন তো আপনার পরিচয় বলেই দিয়েছে। এরপর ও কি আরো মিথ্যা বানাবেন?
আপনার সব যদি সত্যি হয়, তাহলে সব মুছার দরকার হল কেন? অতীত কি এত সহজে মুছা যায়? আপনার মুছে দেয়া লেখার কপি আছে। বলেন ত পোস্ট করে দেই।
ফেসবুক থেকেই বা গায়েব গেলেন কেন, বলবেন কি সারোয়ার সাহেব? ওখানে ট্যাঙ্কের পাশে দাড়ানো ছবিটা তো আপনারই, তাই না? '৯৮ র মিথ্যাচারী বুয়েট শিক্ষক কুলাঙারের বেশে দন্ডায়মান ছিলেন। ও রকম কদু-মার্কা মটুর যে কি জুটবে জানা আছে। যখন আপনার কল্পনার প্রেমকাহিনীর ২য়পর্ব পোস্ট করলেন তখনও ওটার প্রোফাইল তো জ্বলজ্বল করে বলছিল কে আপনি। আবার বলবেন না যে অন্য কারো সাথে গুলিয়ে ফেলছি। কারন, আপনি মিথ্যাটাও ঠিক মত বলতে পারেন না। আবোল-তাবোল বকেন।
বলছেন যে আপনার চরিত্রহনন করা হচ্ছে, আপনার ত চরিত্র ই নাই। যা নাই তার আবার হনন কি?
অন্য পাঠকদের: খুব রাগ হচ্ছিল কারো মিথ্যে কথায় বিশ্ব্যাস করে। তাই অনেক কথা বলে ফেললাম। মাফ করবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




