ঘন বসতির দিক থেকে বাংলাদেশ কত তম তা সঠিক জানা নেই তবে ঘন বসতি-ই বটে।
দিন যাচ্ছে আর জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংস্থা এর পিছনে কাজ করেও কোনো সু-ফল পাচ্ছে না।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মানুষে মানুষে হিংসা বিদ্ধেষ,অন্যায়,অবিচারও সাথে সাথে বাড়ছে জন জীবনে বিষন্নতা।
জীবনের মান উন্নয়ন করতে নিজস্ব কোনো পরিকল্পনা করছে না। ধারাবাহিক ভাবে চলে আসছে মানুষের অকাল মৃত্য।
মানুষ মরনশীল তবুও এক মিনিট বেশি বেঁচে থাকার আকুতি দড়িতে ঝুলা আত্মহত্যাকারী করে।
বিগত ১০ বছরে আমাদের দেশের সড়কে ২৫০০০ প্রান বিলীন হয়ে গেছে (প্রথম আলো)
(তাদের আত্মার মাগফেরাত কামনা করছি)
হয়তো এর বেশিও হতে পারে কারন এই পরিসংখ্যান টা জেলা শহর গুলো থেকে বা নিকটস্থ থানায় জানানো হলে সেটা সংবাদ হয়।
এমন অনেক আছে থানা/পুলিশ কে অবহিত না করে মৃত ব্যাক্তির দাফন করা হয়েছে ।
আমার জানা মতে বিশ্বে আরো অনেক ঘন বসতির দেশ আছে তাদের সড়ক দুর্ঘটনার হার আরো অনেক কম।
এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজস্ব সচেনতা হোক আপনি চালক অথবা যাত্রী আপনার সচেতনতাই পারে এই অকাল মৃত্যু থেকে আপনাকে এবং দেশের মানুষ কে রক্ষা দিতে।
আইন প্রয়োগ কারিদের কঠোরতাও এখানে অনেক ভুমিকা রাখতে সক্ষম "মনে আছে ছাত্র আন্দলনের কথা" তারা যেই প্রথা শুরু করে দিয়েছে তা আপনি সচল রাখতে পারলে আরো অনেক নিয়ন্ত্রিত হত বিশেষজ্ঞদের মতে ।
আইন মানতে বাধ্য করুন অমান্যে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রধান করুন। প্রতিকার আসবেই ।
এক সময় বাংলাদেশের আনাচে কানাচে খোলা টয়লেট ছিলো আজ সেটা বিলুপ্ত চেষ্টা করলে হবে না এমন কিছুই নাই।
এটা তো আর দ্রব্য নয় যেঃ-
দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রিত রাখতে বাজারে যাওয়া বন্ধ করে দেবো।
ঘন বসতির দিক থেকে বাংলাদেশ কত তম তা সঠিক জানা নেই তবে ঘন বসতি-ই বটে।
দিন যাচ্ছে আর জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সংস্থা এর পিছনে কাজ করেও কোনো সু-ফল পাচ্ছে না।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে মানুষে মানুষে হিংসা বিদ্ধেষ,অন্যায়,অবিচারও সাথে সাথে বাড়ছে জন জীবনে বিষন্নতা।
জীবনের মান উন্নয়ন করতে নিজস্ব কোনো পরিকল্পনা করছে না। ধারাবাহিক ভাবে চলে আসছে মানুষের অকাল মৃত্য।
মানুষ মরনশীল তবুও এক মিনিট বেশি বেঁচে থাকার আকুতি দড়িতে ঝুলা আত্মহত্যাকারী করে।
বিগত ১০ বছরে আমাদের দেশের সড়কে ২৫০০০ প্রান বিলীন হয়ে গেছে (প্রথম আলো)
(তাদের আত্মার মাগফেরাত কামনা করছি)
হয়তো এর বেশিও হতে পারে কারন এই পরিসংখ্যান টা জেলা শহর গুলো থেকে বা নিকটস্থ থানায় জানানো হলে সেটা সংবাদ হয়।
এমন অনেক আছে থানা/পুলিশ কে অবহিত না করে মৃত ব্যাক্তির দাফন করা হয়েছে ।
আমার জানা মতে বিশ্বে আরো অনেক ঘন বসতির দেশ আছে তাদের সড়ক দুর্ঘটনার হার আরো অনেক কম।
এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজস্ব সচেনতা হোক আপনি চালক অথবা যাত্রী আপনার সচেতনতাই পারে এই অকাল মৃত্যু থেকে আপনাকে এবং দেশের মানুষ কে রক্ষা দিতে।
আইন প্রয়োগ কারিদের কঠোরতাও এখানে অনেক ভুমিকা রাখতে সক্ষম "মনে আছে ছাত্র আন্দলনের কথা" তারা যেই প্রথা শুরু করে দিয়েছে তা আপনি সচল রাখতে পারলে আরো অনেক নিয়ন্ত্রিত হত বিশেষজ্ঞদের মতে ।
আইন মানতে বাধ্য করুন অমান্যে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রধান করুন। প্রতিকার আসবেই ।
এক সময় বাংলাদেশের আনাচে কানাচে খোলা টয়লেট ছিলো আজ সেটা বিলুপ্ত চেষ্টা করলে হবে না এমন কিছুই নাই।
এটা তো আর দ্রব্য নয় যেঃ-
দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রিত রাখতে বাজারে যাওয়া বন্ধ করে দেবো।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



