ভিসা নীতি নিয়ে বাংলাদেশের জনগনের মাঝে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তা নিয়ে আমি রীতিমত বিস্মৃত। আমার মনেহয় নিজ দেশের নাগরিকত্ব চলে গেলেও এত উৎকণ্ঠা তৈরি হত না।
আমরা বাংলাদেশের জনগন, আমাদের মাঝে দেশ প্রেম টা খুবই দৃঢ়।
তর্কে, বক্তব্যে, টক-শো তে দেশ প্রেম দেখলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। এদের দেশ প্রেম কত দৃড়, দেশের জন্য কত ভাবে তারা কন্ট্রিভিউট করছে। আমি নাখান্দা গোলাম দেশের জন্য কিছুই করতে পারিনা। নিজেকে দেশ প্রেমিক লিষ্টের তলানিতে নিয়ে যাই।
বাংলাদেশে জন্ম গ্রহন করে বাংলাদেশে মৃত্যুর জন্য অনেকের মাঝে ব্যাকুলতা দেখেছি।
বীর মুক্তিযোদ্ধারাও বলছে তারা গর্ভিত বাংলাদেশের হয়ে লড়েছেন বলে।
কিন্তু এখনকার নীতি নির্ধারক রা সামান্য বিত্তবান হলেই স্বপ্ন দেখে ইউরোপ আমেরিকা।
আর মাঠ পর্যায়ের নেতা কর্মী রা বেছে নেয় মধ্যপ্রাচ্য বা আফ্রিকার কোনো গন্তব্য।
যে যার সামার্থ অনুযায়ী পাড়ি জমায়।
অথচ এই সামার্থ টা অর্জন করে নিজ দেশের অর্থনীতি কে বেকায়দায় ফেলে।আমাদের মত অসহায়দের সম্বল লুটে তারা স্বাবলম্বী হয় এবং অন্যত্র পাড়ি জমায়।
রাগে শরীরের রক্ত গুলো টগবগ করছে,
চিল, কাউকা কে সপে দিতে ইচ্ছে করছে এসব শকুনদের। প্রতিবাদী আর উৎকণ্ঠা হয়েছি কিন্তু নীতি-নির্ধারক হতে পারিনি।
তোমরা পাড়ি জমাও স্বপ্নের আমেরিকায়
আমি নোঙ্গর তুলবো এই বাংলায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৩ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



