নিউ ইয়র্ক, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপায়ীরা প্রেমের সময় দক্ষ বা সামর্থ্যবান হিসেবে পরিচয় দিতে পারেন না। কেননা এই নেতিবাচক অভ্যাসের কারণে ব্যক্তির প্রজনন বা যৌনসক্ষমতা হ্রাস পেতে পারে। তবে যারা সাফল্যের সাথে ধূমপানের অভ্যাসটি ত্যাগ করতে পেরেছেন তারা তাদের সক্ষমতা ফিরে পেতে পারেন।
সম্প্রতি ব্রিটিশ ইউরোলজি ইন্টারন্যাশনাল সাময়িকীতে প্রকাশিত মার্কিন গবেষকদের এক গবেষণার ফলাফলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, যে সব ধূমপায়ী মনে করেন তাদের যৌনস্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে তাদের অজান্তেই হয়তো তাদের যৌন সক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে।
যারা সফলভাবে ধূমপান ছেড়ে দিতে পেরেছেন তাদের যৌনস্বাস্থ্যের উন্নতি হয়, গবেষণাগারে পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। তবে যারা ধূমপান ছেড়ে দিয়েও আবার পুরানো অভ্যাসে ফিরে গেছেন তাদের কোন আশা নেই।
ভিএ বস্টন হেলথ কেয়ার সিস্টেমের ক্রিস্টোফার হার্থি ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সিন্ডি মেস্টন ৬৫ জন ব্যক্তিকে নিয়ে যৌনস্বাস্থ্যের ওপর ধূমপানের প্রভাব বিষয়ে গবেষণাটি পরিচালনা করেন। গবেষণার আওতায় থাকা ৬৫ জনই ধূমপায়ী। তাদের নিয়ে আট সপ্তাহের একটি ধূমপান ত্যাগের কর্মসূচির আয়োজন করেন গবেষকরা।
এদের মধ্যে ২০জন কমপক্ষে এক সপ্তাহ ধূমপান থেকে বিরত থাকে। বাকি ৪৫ জন ধূমপান চালিয়ে যান।
যারা ধূমপান থেকে বিরত ছিলেন তারা লক্ষ্য করেন তাদের যৌনসক্ষমতা আগের তুলনায় বেড়েছে। আর যারা ধূমপান ছাড়েন নি তাদের এ ধরনের কোনো অভিজ্ঞতা হয় নি।
পূর্ববর্তী গবেষণাগুলোয় দেখা যায়, অধূমপায়ী যৌনক্ষমতাহীন পুরুষের তুলনায় ধূমপায়ী যৌনক্ষমতাহীন পুরুষের সংখ্যা দ্বিগুন। ধূমপানের ফলে সৃষ্ট ক্যান্সার ও হৃদরোগের কারণেও যৌনসক্ষমতা হ্রাস পেতে পারে।
গবেষক হার্থির মতে, ধূমপান ত্যাগ সবসময়ই লাভজনক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






