সেইসব চ্যুৎমারানির দল
তার চোখ মনে পড়ে,
যে চোখে আগুন ছিলো না, ছিলো না জল
নিস্পৃহতায় নীরব চাউনী যারে বলি, সে সব ভুংভাং
কিচ্ছু ছিলো না।
চ্যুৎমারানিগুলি সেই চোখে খোদাই করেছিলো যেই ভাষা
আমি তার অর্থ বুঝি নি।
তার চোখ মনে পড়ে
সেই চোখে হিংসা আর প্রতিশোধের আগুন দেখতে
আমি আঁতিপাতি খুঁজি,
কিন্তু তার ভবিষ্যতের পথ বন্ধ!
হারামজাদারা পথের দিকনিশানা দিয়েছে মুছে,
যার শুরুই নেই, তার আবার সমাপ্তি!
যারা বলে অতীত ভুলে শুধু ভবিষ্যতের কথা ভেবে চলতে হবে,
তারা কেউ তার চোখ দেখে নি,
সেসব কুলাঙ্গার দলের দু’চোখে মুতে দিলে
ভেবে নিবে
হয় ঝর্নার জল, নয় সমুদ্রের আবাহন।
চ্যুৎমারানির দল বুকে বুক মিলিয়ে
মিথ্যা জলের স্রোতে ভাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




