মাতাল হাওয়ার সাথে, প্রচণ্ড বারি বর্ষণ
তোর উঠোনে ভেজা ধূলোয় শিলার নাচন
জানালার বাহিরে অবিশ্রান্ত ঝড়ের মাতম
অলস বসে তুই আমি, অন্তর্জালে লিখছি বার্তা
যোজন দূরে দুজন বসেও, পাশাপাশি দূরত্বটা
আচ্ছন্ন বিলাসে দেখি ঝড়ে পড়া বৃষ্টির ফোটা
একটা দীর্ঘশ্বাস অথবা অপ্রাপ্তির অপূর্ণতা
আমার বন্ধু, নিশিনা। কথায় কথায় যার মাথা থেকে কবিতা বের হয়। কথা বলতে বলতে তার পয়দা করা বৃষ্টি নিয়ে কবিতা। ছোট্ট পুচকি একটা মানুষ কবিতার বাহার দেখে ভাল্লাগলো।
কবির খেয়াল
অবিশ্রান্ত ঝড়ের মাতম
অলস বসে তুই আমি
অন্তর্জালে বার্তা লিখি
যোজন দূরে দুজন বসে
বৃষ্টি বিলাসে আচ্ছন্ন হই
নামুক বৃষ্টি আসুক ঝড়
শূন্য সিক্ত হাত তা শক্ত করে ধর
আয় ভিজি বিধিদত্ত অমৃত ধারায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




