আমরা কেউ আর্জেন্টাইন বা ব্রাজেলিয়ান না। খেলাটাকে উপভোগ করার জন্য আমাদের আর্জেন্টিনা বা ব্রাজিল কে সাপোর্ট করা। সময়টাকে উত্তেজনার আবেশ দেয়ার জন্যই মূলত আমরা একে অপরকে পচাই, টিটকারী করি, কঠাক্য করি। এতে আবেগ প্রবণ হওয়ার কিছু নাই। কষ্ট পাবার কিছু নাই।
আমরা ব্রাজিল বা আর্জেন্টিনাকে যতই কট্টর ভাবে সাপোর্ট করিনা কেনো, ওদের জন্য যতই মারা মারি করিনা কেন..ওটা আমাদের নিজের দেশ না..পরের দেশ। ওরা আমাদের এক ঘণ্টার জন্যও ভিসা দিতে এসব বিবেচনা করবে না.... ওদের জন্য হাজার কান্না কাটি করলেও ওরা আমাদের আপন ভাববে না।
আমার কিছু ব্রাজেলিয়ান সমর্থক বন্ধু ব্রাজেলিয়ান হারার পর আমার কমেন্ট এবং আমার অনন্য ফেসবুক একটিভিটি তে কষ্ট পেয়েছেন। অনেকে আমাকে "জামাতে ইসলামী" বলে গালি দিয়েছেন..আমি নাকি তাদের মতো উগ্র। ভাই আমাকে গালি দিন ...ঠিক আছে ...কিন্তু তাই বলে এত নিকৃষ্ট গালি!!! দেশে কি গলির আকাল পরেছে। আমি কি এতই খারাপ কাজ করেছি? যাহোক আমি তাদের কাছে করজোর করে ক্ষমা চাচ্ছি।
আর্জেন্টিনা "পূর্ণ হালি গোলে" হারার পর আমিও ব্রাজেলিয়ান সাপোর্টারদের কাছ থেকে মধুর(?) আচরণ বা সম্ভাসন ফেরত পাচ্ছি। এটা আমি উপভোগ করছি। আমি তাদের এতে আরো উৎসাহিত করেছি। বিন্দু মাত্র আবেগপ্রবণ হইনি। কেন? .....
কারণ এটা বাংলাদেশের খেলা নয়। কোনো খেলায় বাংলাদেশ হারার পর কেউ টিটকারী করলে আমার বুকে শেল এর মতই বিদ্ধ হত। আবেগপ্রবণ হয়ে কি করতাম আমি জানি না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




