মহামারীর ঘোষণা আসছে
[IMG]http://i569.photobucket.com/albums/ss139/olpokotha/who.jpg[/IMG]
H1N1 ইনফ্লুয়েঞ্জা যা সোয়াইন ফ্লু নামেও পরিচিত । অবশেষে মহামারীর আকার নিচ্ছে । এ ব্যাপারে who এর পক্ষথেকে ঘোষণা আসতে পারে । এই পর্যন্ত H1N1 ভাইরাস এ আক্রান্ত হয়ে ১৪১ জনের প্রানহানি ঘটেছে । সবচেয়ে বেশী প্রানহানি ঘটেছে মেক্সিকোতে ১০৬ জন ।
নতুন করে অস্ট্রেলিয়াতে সংক্রমনের সংখ্যা বৃদ্বি পাওয়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্বান্ত নিতে যাচ্ছে । H1N1 এর সংক্রমন থেকে বাচতে হলে কি করতে হবেঃ
সোয়াইন ফ্লু থেকে নিজেকে দূরে রাখতে শরীর সুস্থ রাখার সব রকম চেষ্টা করতে হবে। সেই সাথে নিজের ফ্লু হলে তা যেন অন্যকে আক্রান্ত না করে সেই ব্যাপারে সচেতন থাকা আবশ্যক। যে সমস্ত কাজ সোয়াইন ফ্লু প্রতিরোধে সাহায্য করতে পারে,
• অসুস্থতার সময় হাচি বা কাশির সময় মুখে রুমাল ব্যবহার করুন।
• ফোমাইট (Fomite) বা নির্জীব বস্তু যেমন দরজার নব, কম্পিউটারের কী বোর্ড, মাউস প্রভৃতি নিয়মিত জীবানুনাশক দিয়ে পরিস্কার রাখুন।
• কফ ও শ্লেষ পরিস্কার করার জন্য টিস্যু পেপার ব্যবহার করা এবং ব্যবহারের পরে নিরাপদ স্থানে ফেলুন।
• সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে পরিস্কার রাখা বিশেষ কফ ও শেষ পরিস্কার করার পর অবশ্যই সাবান দিয়ে হাত পরিস্কার করুন।
• রোগাক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন।
• আক্রান্ত হলে জরুরী স্বাস্থ্যসেবা গ্রহন করুন।
• আক্রান্ত হলে স্কুল, কলেজ অথবা কর্মস্থলে না গিয়ে বাড়ীতে, অন্যদের থেকে নিরাপদ দুরত্বে থাকুন, যাতে অন্যরা আক্রান্ত না হয়।
এখানে খবরটি পড়ুন
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




