শ্লীলতা ব্যাপারটা বড় বেশী আপেক্ষিক । স্থান কাল পাত্র ভেদে অনেক অশ্লীল বিষয় ও শ্লীল মনে হয়। অনেক দিন আগে আমার এক শিক্ষক এর কথা মনে পড়ে গেল । তিনি বলেছিলেন একটি ৫/৬ বছরের শিশু যখন বলে "আমি হাগু দেব" আমরা কেউ অবাক হই না । কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক মানুষ যদি বলেন তো আমরা ভাবব ঊনার মাথা খারাপ হয়ে গেছে । উন্নত বিশ্বে প্রাপ্ত বয়স্কদের জন্য অনেক ছবি তৈরী হয় এটি একটি শিল্প । একটি ইন্ডাষ্ট্রী । সেখানে অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশাধিকার নিষেধ। জাপানের কোন দোকানে সিগারেট কিনতে যাওয়া ক্রেতা কে
২০বছরের কম মনে হলে দোকানী তার কাছে সিগারেট বিক্রি করার জন্য বয়স প্রমানের সনদ চাইতে পারে । যদি ২০ বছরের কম ব্যক্তির কাছে সিগারেট বিক্রী করার অভিযোগ পুলিশের কাছে যায় সেই দোকানী কে জরিমানা এবং অন্য শাস্তির সম্মুখীন হতে হবে ।প্রাপ্ত এবং অপ্রাপ্ত বয়স্কদের সীমা এরকম কঠোর ।
আমাদের দেশে চটির ওয়েব সাইট করার অনুমতি আছে কিনা জানি না , তবে বাংলাদেশ থেকে হোষ্টিং করা অনেক সাইট চোখে পড়ে । সাইবার জগৎ কে দেখা শুনা করার বিজ্ঞান ও প্রযুক্তি মন্তনালয়ে বিশেষ বিভাগ না থাকলে চালু করা উচিত । আর থাকলে তাদের আরো বেশী সক্রিয় হতে হবে ।
আমাদের মতো সাধারন মানুষদের অনেক কিছুই সমাজে বড় তোলপাড় করে না , কিন্তু যারা আইডল তাদের অনেক কিছুই হিসাব করে চলতে হয় ।তারা হচ্ছেন স্বপ্নের মানুষ ,তারা মানুষদের স্বপ্ন দেখতে শিখান , তাদের অভিনয় দেখে আমরা কখনো হাসি কখনো কাঁদি ।
একটি ভিডিও এখন অনেকের দৃশটি গোচর হয়েছে । আমি জানি না বাংলাদেশে সেই মডেল এর বিজ্ঞাপন গুলো এখনো টিভিতে প্রদর্শিত হয় কিনা । যদি প্রদর্শিত হয় তো পন্যের বিক্রী অনেক বেড়ে যাওয়ার কথা ! একি ঘটনা যদি কোন উন্নত দেশে ঘটত তাহলে উনাকে আইডল জগৎ থেকে বিদায় নিতে হতো ।এই ভিডিও চিত্র গুলি এমন কিছু সাইট এ আপলোড করা আছে যা থেকে ডিলেট করা খুবই কঠিন ।
ভিডিও চিত্র নয় শুধুমাত্র ওয়েবসাইট এ নিজের সম্পর্কে উল্টোপাল্টা লেখা দেখে দক্ষিন কোরিয়া এ পর্যন্ত তে দুই জন অভিনেত্রী আত্নহত্যা করেছেন ।
মুল ভিডিওকে কপি করে আবার অনেকে আপলোড করেছেন ।যিনি প্রথম আপলোড করেছেন এবং যারা কপি করে আপলোড করেছেন তাদের সবাইকে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হোক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




