বর্তমান সরকার তাদের ১৫ মাসের ক্ষমতাকালে ইস্তেহারের অঙ্গীকার বাস্তবায়নে কতটুকু এগুলো? এই প্রশ্নের উত্তর নাগরিক হিসেবে আমরা সবাই জানতে চাই। গণমাধ্যমে, চায়ের টেবিলে আলোচনায় এসব কথা প্রসঙ্গতঃ প্রায়ই এসে থাকে। কিন্তু যত সময় বয়ে যায়, তত অতীতের কাজের সম্পুর্ণ হিসাব রাখাটা কঠিন হয়ে পড়ে। ফলে কোন কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, কোন কাজে সরকার সরকার সাফল্য অর্জন করেছে, আর কোন ক্ষেত্রে ঢিলেমী করেছে - তার যথাযথ হিসেব আমরা রাখতে পারি না, এবং সচেতন নাগরিক হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়ে উঠে না।
ইস্তেহারের আলোচিত সকল বিষয় নিয়ে সরকারের পদক্ষেপগুলো সমন্বিতভাবে জানা এককভাবে খুব দূরহ কাজ, তবে একইসঙ্গে সবার জন্য অত্যন্ত জরুরী। এই জরুরী কাজটিকে কাঁধে তুলে নিয়েছে “জাগরী”- এবং গত প্রায় দেড় বছরের একনিষ্ঠ প্রচেষ্টায় গড়ে তুলেছে “জাগোরোমিটার”। ভিজিট করুন –

http://jagoree.org/bn/meter
জাগরোমিটারের অন্যতম উদ্দেশ্য মূলত দুটিঃ
- পর্যাপ্ত তথ্যের ভান্ডার তৈরীর মাধ্যমে জনগনের ক্ষমতায়ন এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা
- পূর্ববর্তী সময়ের মতো রাজনৈতিক দল কর্তৃক প্রণীত নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারসমূহ যেন গুরুত্বহীন না হয়ে পড়ে তা নিশ্চিত করা
- সুশাসনের লক্ষ্যে সকলকে রাজনৈতিক সচেতন করে তোলা
জাগোরোমিটারের মাধ্যমে “দিন-বদলের সনদ”-এ উল্লেখিত উল্লেখযোগ্য প্রতিশ্রুতির বাস্তবায়ন বর্তমানে কোন পর্যায়ে আছে তা এক নজরে দেখা সম্ভব, এবং এটা নাগরিকগণ বিশেষত তরুণ-তরুণী ও সাংবাদিকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। অনলাইন ও অফলাইনে নানা পর্যায়ের নাগরিকদের গুরুত্বপূর্ণ মতামত এবং দেশের অন্যতম কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত বাছাইকৃত সংবাদের ভিত্তিতেই জাগোরোমিটার রচিত হয়েছে। উল্লেখ্য যে, আওয়ামী লীগের ইশতেহারে মোট ২৩টি বিষয় উল্লেখ রয়েছে (নারীর ক্ষমতায়ন ও শিশু-কিশোর কল্যাণ এ দু’টি বিষয়কে একটি বিষয় ধরে আলোচনা করা হয়েছে। ফলে মোট বিষয় হয়েছে ২২টি।) এগুলোর মধ্যে ৫টি বিষয়কে অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১২টি বিষয় সংযুক্ত ও উপস্থাপিত হয়েছে জাগোরোমিটারে, এর মধ্যে ৫টি অন্যতম অগ্রাধিকারের বিষয়সমূহ অন্তর্ভুক্ত। অন্য ৭টি বিষয় গুরুত্বের দিক বিবেচনা করে বাছাই করা হয়েছে। জাগরীর সীমিত লোকবলে এর চেয়ে বেশী করে ওঠা সম্ভবপর হয়নি। অবশিষ্ট বিষয়গুলিও পর্যায়ক্রমে জাগোরোমিটারে সংযুক্ত করা হবে।
আমরা সামহয়ার-ইন ব্লগারদেরকে আহবান জানাই এই গুরুত্বপূর্ণ কাজে আমাদের সাথে শরীক হবার জন্য। আপনাদের মধ্যে যারা সপ্তাহে কিছুটা সময় অনলাইনে কাটান, কিংবা ইশ্তেহারে উল্লেখিত কোন একটি বিষয়ে বিশেষ অভিজ্ঞতা এবং জ্ঞ্যান অর্জন করেছেন, তারা খুব কম সময় ও প্রচেষ্টায় জাগরোমিটারের বিস্তৃতি ও ব্যাপ্তি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। ইচ্ছুক ব্যাক্তিরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন [email protected] এই ঠিকানায়।
চলুন আমরা এগিয়ে যায় আমাদের জানার ও বলার অধিকার নিয়ে। আমাদের রাজনৈতিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব আমাদেরই।
জাগরোমিটারের ওয়েব ঠিকানাঃ
http://jagoree.org/bn/meter
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




