আমরা কবে যে দেখতে পাব আমাদের নেতাদের চরিত্র হবে ফুলের মত পবিত্র ।এই যুগে কথাটায় খানিকটা হাসির খোরাক হলেও আসলে ই তো আমরা সেইরকম দেখতে চাই ।আমাদের এই চাওয়াটা একদিন পুরন হবেই ।এক সময় এই দেশে যারা রাজনীতি করতো তাদের ব্যাক গ্রাউন্ড খুব ই ভালো ছিলো। হয় জমিদার ফ্যামিলী না হয় ভালো শিক্ষিত ফ্যামিলী । কিন্ত এখন যে সব নেতা তাদের ব্যাক গ্রাউন্ড কেমন? ভালোনা হয়ত। ভালো হলেও এখন যে রাজনীতি কালচার তাতে ভালো নেতা হবার সুযোগ নেই ।তার উপর পারিবারিক রাজনীতি, তেল মরদন রাজনীতি শেষ করে দিচ্ছে সব।মানুষ যতদিন বাচবে রাজনীতি
ততদিন বাচবে তাই আমাদের কোয়ালিটি রাজনীতি উপহার দেবার ব্যবস্থা করতে হবে। কিভাবে ?
কিভাবে ? সে প্রশ্ন আমার ও।
হ্যা আসলে যুবকদের এগিয়ে আসতেই হবে।
জবাব দিহিতা-আইন ব্যবস্থা নিশ্চিত সহ রাজনীতিতে দুরব্রিত্তায়ন –টেন্ডারবাজি বন্দ করতে হবেই।আসলেই সব্বাই কেবল চায় কিছু টু-পাইস কামাতে।
যে দিন থেকে নিরলোভ মানুষ রাজনীতিতে আসবে সেদিন থেকে এই রাজনীতির উন্নতি হবেই, এ আশা করা কি অন্যায় হবে আমার ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




