শিবিরের প্রিয় শহীদ দিবস ২৮ অক্টোবরে এমনি অনেক নিরীহ ছেলেকে লেলিয়ে দেওয়া হয়েছিলো অস্ত্র হাতে। পরিনামে রাজনীতি করার মতো অসংখ্য লাশ পেয়েছে তারা। জেহাদী আফিমে বুদ এই ছেলেটাও বেচে থাকলে একদিন ওর হাতে আরো সফেসটিকেটেড আর্মস উঠবে। ছেলেটা মারাও যাবে। সেদিনও হয়তো যেতো যদি পুলিশ গুলি ছুড়তো। এই দায়টা কে নেবে? ছাত্র শিবিরের সেই নেতা? ছবিতে যে ছেলেটাকে জড়িয়ে আছে (পোজ দিচ্ছে না আড়াল করছে নিশ্চিত নয়, তবে গোটা ছবিতে তার গেটাপই পুরা শিবির শিবির)!
কি ভয়ঙ্কর আগ্রাসন স্বাধীনতা বিরোধীদের এই সংগঠনের!! শিউরে ওঠার মতোই।
ছবি কৃতজ্ঞতা : শওকত হোসেন মাসুম
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




