টি. ভি. চ্যানেল:
কাফির মুশরিকদের আরেক ষড়যন্ত্র হলো টি. ভি. চ্যানেলগুলোর মধ্যে ইসলামী প্রোগ্রাম চালু করা। একটা সময় বাংলাদেশের হাতেগোনা কিছু লোকের ঘরে টেলিভিশন ছিলো। বেশিরভাগ মানুষ ধর্মভীরু হওয়ার কারণে টেলিভিশনকে তারা ঘৃণা করতো। অনেক এলাকায় টেলিভিশন ভাংচুরের খবর ও পাওয়া গেছে।টিভিকে শয়তানের বাক্স বলত । কিন্তু চ্যানেল বাড়ার সাথে সাথে এর দর্শক বৃদ্ধি করা এদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারা সাধারণ মানুষকে টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট করার জন্য ধর্মব্যবসায়ী তথা উলামায়ে ‘সূ’ দের দিয়ে টি.ভি. চ্যানেলগুলোতে প্রোগ্রাম শুরু করে। নাঊযুবিল্লাহ!
উলামায়ে ‘সূ’ গংরা পয়সার লোভে এবং কাফির মুশরিকদের ফাঁদে পা দিয়ে হারাম টি.ভি. চ্যানেলকে জায়েয বলে ঘোষণা দিলো নাঊযুবিল্লাহ! এবং তারা তারা টি.ভি. প্রোগ্রাম দেখার জন্য উৎসাহ দিলো। নাঊযুবিল্লাহ! কথিত ইসলামী প্রোগ্রাম দেখার অযুহাতে হারাম টেলিভিশন কেনা হয়, এরপর হারাম সমুদ্রে ডুব দেয় ধোঁকায় পড়া সাধারণ মানুষগুলো। নাঊযুবিল্লাহ!
দেখা যায়, গণমানুষের টি.ভি. চ্যানেলে চরম আসক্তির পিছনে ধর্মব্যবসায়ী তথা উলামায়ে ‘সূ’ গংরা দায়ী। মসজিদে মসজিদে তাদের উচিত ছিলো হারাম টেলিভিশনের বিরুদ্ধে, টি.ভি. চ্যানেলের বিরুদ্ধে বলা। মানুষকে ফিরিয়ে রাখা উচিত ছিলো হারাম কাজ থেকে। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ বিপরীত। তারা নিজেরা এ হারাম টি.ভি. চ্যানেলে প্রোগ্রাম করে, নিজেরা দেখে এবং দেখা জায়িয বলে ফওতয়া দেয়। নাউযুবিল্লাহ!
হারাম টি.ভি. চ্যানেলের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার সাথে সাথে হারাম টি.ভি. চ্যানেলগুলোকে দেখা জায়িয বলে ফতওয়া দানকারী ধর্মব্যবসায়ীদের সম্পর্কেও সবাইকে জানিয়ে দেয়া এবং সচেতন করা প্রয়োজন।
উল্লেখ্য, হারাম থেকে হারামেরই উৎপত্তি। তাহলে হারাম টি.ভি. চ্যানেল থেকে ভালো জিনিসতো কখনো আশা করা যায় না। এটা কখনো হতে পারে না ৭০০০ লোকের জন্য কোটি কোটি লোক টি.ভি. চ্যানেল দেখে পাপে নিমজ্জিত থাকবে। এ হারাম টি.ভি. চ্যানেলগুলো বন্ধ করে দিলে সমাজ থেকে বেপর্দা, বেহায়াপনা, নারী টিজিং ইত্যাদি প্রায় ৭৫% পাপ সমাজ থেকে দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ!
ইসলামিক আবহ ফিরিয়ে আনতে, সামাজিক সঙ্কট থেকে মুক্তি পেতে মুসলমানের জন্য হারাম টি.ভি. চ্যানেল বন্ধের বিষয়ে প্রতিবাদী ও সোচ্চার হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। (ইনশাআল্লাহ চলবে)
মাত্র অল্প কিছু লোকের জন্য ১৬ কোটি লোক হারাম কাজে নিমজ্জিত থাকবে?-১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




