কয়েকদিন আগে বিশেষ কাজে এক সহকর্মীর বাসায় গিয়েছিলাম | সহকর্মী ঐ সময়ে কাজে বাসার বাহিরে ছিল বিধায় মুঠোফোনে আমাকে অপেক্ষা করতে বলল | আমি তার যমজ দুই ছেলেমেয়ের সাথে খেলা করে সময় কাটাতে লাগলাম | পিচ্চি বাবুরাও কখনও আমাকে নিয়ে, কখনও আমার মোবাইল, মানিব্যাগ নিয়ে খেলতে লাগলো | ঘটনাক্রমে আমার ভিজিটিং কার্ডগুলো হাতে নিয়ে, এক সোনামণি আমাকে জিজ্ঞাসা করলঃ ‘আঙ্কেল আপনি ডাক্তার ?’
আমি মা-মণিকে বুঝালাম যে আমি ‘ডাক্তার’ না ‘ডক্টর’ | জানিনা ঐটুকুন বয়সে সোনামণি ডাক্তার আর ডক্টরের পার্থক্য বুঝল কিনা ?
তবে সোনামণি এরপর আশ্চার্যিত নজরে আমাকে যে প্রশ্নটি করল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না |
সোনামণি বললঃ
‘আঙ্কেল আপনি কোন শহরের প্রধানমন্ত্রী?’
( মামণির ধারনা ছিল প্রধানমন্ত্রীরা শহর ভিত্তিক | আর আওয়ামীলীগ চেয়ারপারসন ঢাকা শহরের প্রধানমন্ত্রী !!!!)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




