১৯৭১সাল, নামে মাত্র স্বাধীন হলো একটি দেশ। যার নাম বাংলাদেশ। আজ স্বাধীনতার ৪২ বছর পরে মনে চিন্তা জাগে, আমরা কি আসলে স্বাধীনতার পেয়েছি? দেশের মানুষ কি এখনো পরাধীনতার শিঙ্গল ছেড়ে বের হতে পেরেছে? মানুষ কি তার ন্যায্য অধিকার পায়? স্বাধীন মত প্রকাশের ক্ষমতা আছে? নাকি স্বাধীনতার নামে আমাদের কে ধোঁকা দেওয়া হয়েছে? এখন আমাদের দেশে নেই ব্রিটিশ শাসন নেই পাকিস্থানী শাসন শোষণ... কিন্তু এখনো রয়েছে সেই তাদের মতো শাসন ও শোষণ।
ব্রিটিশেরা আমাদেরকে নির্মম ভাবে শাসন শোষণ করেছে যেমন সত্য তেমনি কিন্তু তারাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের যত ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি অফিস আদালত এমনকি জাতীয় যাদুঘর টাও ব্রিটিশদের গড়ে দেয়া। আমাদের নেতা নেতৃরা শুধু ভোগ করতে জানে, দুর্নিতি করতে করতে ভাল কোন কাজ করার সময়ই পান না। তাহলে কি দরকার ছিল স্বাধীনতার? যে গরু দুধ দেয় তার লাথি ও সহ্য করা যায়।
আমাদের দেশে এখনো বন্ধ হয় নি প্রতিহিংসার রাজনীতি , কেউ ধর্ম কে পুঁজি করে রাজনীতি করে কেউ আবার মুক্তিযুদ্ধ কে পুঁজি করে রাজনীতি করে। আর সাধারণ জনগণকে ব্যবহার করছে।। আসলে কারো ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নেই। যা আছে সব ক্ষমতা পাওয়ার লোভ । যে যার প্রয়োজনে তার দেশপ্রেম ও ধর্ম দেখায়।। যা বর্তমানে দেশের দিকে তাকালে স্পষ্ট বুঝা যায়।। যে দেশের সব কিছুতে প্যাঁচ লেগে আছে... সে দেশের উন্নতি সম্ভব না।। সোনার বাংলার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে...।
আমার কিছু এলোমেলো চিন্তা ভাবনার কথা বললাম।।
কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন......।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




