প্রথম আলোতে দেখলাম : এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে: খালেদা
দেখেই চমকে উঠেছিলাম.... বলে কি ?
শেখ হাসিনা তথা আওয়ামীলীগ আমাদের সংবিধানকে পৈত্রিক সূত্রে পাওয়া কাচাঁ বাজারের খাতা বানাইয়া ফালাইছে... যখন যেভাবে ইচ্ছা কাটাঁকুটি করা যায়।
আর ইনি দেখি একধাপ উপরে..... টিস্যু পেপার বানাইয়া ফালাইলো......
আচ্ছা এই দুই’জন কি জানে সংবিধান কি জিনিস ?
একটা জাতির জন্য তা কতোটা গুরুত্বপূর্ন ??
মূল খবর এখানে : এ সংবিধান ছুড়ে ফেলে দেওয়া হবে: খালেদা
আবার বিডি নিউজ দেখি একটু অন্যরকম লিখছে : সংশোধনী ছুঁড়ে ফেলা হবে: খালেদা
মূল খবর এখানে : সংশোধনী ছুঁড়ে ফেলা হবে: খালেদা
ঠিক বুঝতে পারছি না সেখানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আসলে কি বলেছেন?
আবার আমাদের দেশের দুই শক্তিশালী সংবাদমাধ্যম দুই রকম বলতেছে কেন ??
আছ্ছা আমরা আমাদের পবিত্র সংবিধান-কে এইভাবে খেলনা বনিয়ে ফেলছি !!!
ওরা করছে.... আর আমরা দেখছি......
ঐটা নাকি ওদের সাখে আমাদের সম্পকের্র দলিল.......
ওরা বলছে.... আর আমরা শুনছি......
কারন আমরা ওদের করতে ও বলতে দিচ্ছি.......
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১১ ভোর ৬:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




