মাঝে মাঝে আমি বুঝতে পারি
আমার বুকের মাঝে ব্যাথা, বুঝতে পারি
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে,বুঝতে পারি আমার
চারিদিকে আশরীরি অন্ধকার ছেয়ে আসছে সুনামির মত!
এড়াতে পারিনা তাদের সে মরন কামর!
আমার সমস্ত সুখ লন্ড ভন্ড করে দিয়ে তারা ভান করে,
মর্মস্পর্শী ভাষায় জানতে চায় কেমন অনুভব করছি আমি!!
নাকি আক্রমনটা কেমন হ্ল?
আমি বলি কোনো মানুষ আমার ক্ষতি করতে পারেনা!
যারা আমার চারিপাশে মানুষের বেশ নিয়ে ঘুরে বেড়ায় ! তারা জানেনা
আমার ষষ্ঠইন্দ্রিয় কতটা ঘ্রান নিতে পারে আমি তাদের চিনে নিতে পারি খুব সহজেই
কিন্তু জাল ছেড়ে বেরোনোর কায়দা জানিনা!!
মাঝে মাঝে হাল ছেড়ে দেই! যেগুলো ওরা ছিনিয়ে নেয় সেগুলো পার্থিব, নশ্বর।
যেদিন আমার পার্থিব কিছু থাকবেনা! সেদিন আমার মুক্তি!! মুখোশপরা মুখগুলো
আর দেখতে হবে না, থাকবেনা সম্পর্কের নাগপাশ!! স্থির চিত্তে আমি খোলা আকাশের নিচে!! বৃষ্টি ভেজা এটেল মাটিতে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে আকব প্রজাপতির আলপনা।
দীর্ঘশ্বাস! সেই দিন কি কখনো আসবেনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




