নিভু নিভু সুর্যের কোলে শুয়ে
কামনার্ত আমি চন্দ্রিমা রাতের অপেক্ষায় প্রহর গুনি,
ঝি ঝি পোকার শব্দ নিঃশব্দে বয়ে আনে সন্ধ্যা
আগামীকালের সুর্যের অপেক্ষায় ওই কি শুনি?
পাখিদের হতাশ ধবনি?
মধ্যাকাশে তারাদের উদয়ে চাদ হয় মধ্যমনি
মায়াবী আলো জ্বেলে, সমুদ্রের আচল ধরে ঝুলছে চাদ
ও প্রিয় রাত! একাকী আমার ধরো হাত!!
নির্জনে সমুদ্রকে সাক্ষী রেখে তোমার সাথে সহবাস!! মোহগ্রস্থ আমার পুর্ন করেছ আশ!
ও চন্দ্রিমা রাত! তোমায় বুকে নিয়ে পুরুষ আমার আগুন জ্বেলে হ্ল বিদ্রোহী!! তোমার চোখে তাকিয়ে আমি ভুলেছি সব তুমি জান কি?
ও রাত প্রিয় রাত! একাকী আমার ধরো হাত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




