বছরে একটা দিন কিছুই না, শুধুই প্রতীক!!
বলা যেতে পারে একটা নিয়ম!!
ভালবাসার বহিঃপ্রকাশ! সময় বেধে হয়না।
আবেগের অনুভুতি গুলি মেঘের মত! কখন যে জমাট বাধে
নিজেই জানিনা!
কিছুই না তবু, সাথে থাকলে ভাল লাগে, কোন কথা নেই তবু
পাশাপাশি হেটে চলা, অকারনে খুনসুটি তাদের মুখে!! মাঝে মাঝে গালাগালি ও!!
মারামারি! তবু ও সারিবেধে আড্ডা, নিষিদ্ধ জিনিস ভাগাভাগি, পথের মাঝে অনেকদিন পর দেখা, চিরচেনা সেই মুখ, সেই অন্তরংগ হাসি!! আমার ভাল লাগে, আমি ভালবাসি!!
অনেকের সাথেই অনেকদিন দেখা হয়না!!
তবু ভাবি ওরা এখনো আছে!! হয়ত অনেক দূরে!
তবু ও বেচে আছি আমরা একই সুরে।
একটা দিন কিছুই না! শুধুই একটা নিয়ম!
নিয়ম করে প্রার্থনা হয়! তাই এই দিনে বলছি
তোরা যেখানেই আছিস, যেভাবেই আছিস
ভাল থাকিস,সুখে থাকিস। মনে রাখিস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




