অন্য আকাশ
কে বলেছে এই শেষ ?
দেখে নিও, আবার দেখা হবে।
কোথাও না কোথাও।
কোন না কোন দিন ।
দেখে নিও - হলুদ মৃত্তিকা আবার একদিন
আমাদের পাশাপাশি বসতে দিবে ।
দেখে নিও - সবুজ ঘাসেরা আবার একদিন
আমাদের দুঃখ শোক,
স্বেচ্ছায় শেকড় দিয়ে শুষে নিবে।
কে বলেছে এই শেষ ?
দেখে নিও - শুধু আমাদের
তন্দ্রা ঘুচাতে
রজনীগন্ধা একদিন
সবচেয়ে সুন্দর সুরভি ছড়াবে।
দেখে নিও - শুধু আমাদের
নেবার জন্যই
স্বর্গের দুয়ারগামী ট্রেন-
একদিন একঘন্টা
দেরীতে ছাড়বে ।...
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



