জামায়াত-শিবিরের তান্ডবেও তাদের ঘুম ভাংলোনা... :'(
আমাগো স্কুলের এক স্যার ছিল,
সে ক্লাসে ঢুকে সবসময়ই ঘুম দিত, আর একটু পর পর ঘুম থেকে জেগে ছাত্রদের বলতো,
-- কিরে... তোরা কি মনে করস? আমি ঘুমাই? আমি কিন্তু ঘুমাই না...! ঘুমের ভান করে তোদের পরীক্ষা করি, দেখি তোরা ক্লাসে কে কতো দুষ্টামি করস...!
আমাদের ম খা ভাই ও হয়তো আমাদের ওই স্যারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখছেন, পরীক্ষা করছেন...।। @ Kalponik Megh
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা কি হুমকির মুখে? গতকাল রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দমকল বাহিনীর অগি্ননির্বাপণ ও উদ্ধার কাজের মহড়ার কিছু দৃশ্য দেখে নিরাপত্তা বিশ্লেষকদের মনে এ প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিয়মানুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ছাড়া অন্য কোনো সংস্থা অস্ত্র হাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে পারেন না। কিন্তু গতকালের মহড়া অনুষ্ঠানে র্যাব সদস্যরা অস্ত্র হাতে অংশ নিলে টনক নড়ে এসএসএফের। তাৎক্ষণিক তারা ছুটে এসে র্যাব সদস্যদের সরিয়ে দেন। সংশ্লিষ্ট অন্য একটি সূত্র মতে, ঘটনাটি বেখেয়ালে হয়েছে। তবুও এ ধরনের ঘটনা প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য হুমকি বলে অনেকেই মনে করছেন। সমগ্র ঘটনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু উপস্থিত ছিলেন। তবে তারা কোনো কিছুই দেখতে পাননি। কারণ তারা চোখ বুজে গভীর কোনো চিন্তায় ছিলেন। তবে প্রত্যক্ষদর্শী একজন জানান, তারা ছিলেন তন্দ্রাচ্ছন্ন। সুত্র- বাংলাদেশ প্রতিদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




