ঢাকা সিটি করপোরেশন আয়োজিত সম্বর্ধনা সভায় সকালে বক্তব্য রাখছিলেন 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী।যিনি এখন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।সংগঠনটির সহ সভাপতি তিনি।
যাই হোক বক্তব্যে তিনি বললেন, স্বাধীনতার বিরোধীতাকারি রাজাকার -আলবদররা মুসলমান হতে পারেনা।
যুক্তি হিসেবে মীর শওকত আলী সূরা আল বাকারার কিছু অংশ উল্লেখ করে বলেন,আল্লাহ বলেছেন,অন্যায় দেখলে তার বিরুদ্ধে দাড়াও। তা সম্ভব না হলে প্রতিরোধ করো,তাও সম্ভব না হলে ঘৃনা প্রকাশ করো । কিন্তু জামায়াত ,রাজাকার ,আলবদর,আল শামস 71-এ অন্যায়ের বিরুদ্ধে না দাড়িয়ে অন্যায় করেছে,অন্যায়কারীদের সহযোগিতা করেছে।এর মাধ্যমে রাজাকাররা কোরআনের নির্দেশ অমান্য করেছে।আর কোরআনের নির্দেশ অমান্য করলে কেউ মুসলমান থাকে না।
বক্তব্যে মীর শওকত আলী আরো বলেন,রাসুলুল্লাহ (সাঃ) পবিত্র হাদিস বলেছেন, দেশ প্রেম ইমানের অংশ। '71-এ জামায়াতিরা দেশ প্রেমিকদের খুন করেছে।
ব্লগের রাজাকারদের কাছে প্রশ্ন,এসব কথা আপনাদের পড়া কোরআন হাদিসে লেখা আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


