আকাল নিয়া এই লেখাটা বিদায়ি ব্লগার গোপাল ভাঁড়কে উৎসর্গ করলাম!তিনি কি ভালো লোক ছিলেন?
তথ্যটা এখনো ভার্জিন।কৃষি উন্নয়ন করপোরেশনের অটো ওয়াটার লেবেল রেকর্ডারের হিসেব অনুযায়ি আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ এর মধ্যে দেশের প্রায় সাড়ে 5 লাখ শ্যালো টিউবওয়েল থেকে পানি পাওয়া যাবে না। গত বছর মার্চ -এপ্রিলে পানি পায়নি এরকম শ্যালো টিউব ওয়েলের সংখ্যা ছিলো সাঢ়ে তিন লাখ ।
এর মূল কারণ,গত বছর কম বৃষ্টি হয়েছে বাংলাদেশে।এজন্য গত বছর স্বাভাবিক নিয়মে দেশের ভূ-অভ্যন্তরের পানির স্তর পুনঃভরন হয়নি। গত বারের চেয়ে এখনই পানির স্তর 3 ফুট থেকে সর্বোচ্চ 9 ফুট পর্যন্ত নিচে রয়েছে।
বাংলাদেশে বোরো মৌসুমে সেচের জন্য ভূ-অভ্যন্তর থেকে 44 ইঞ্চি পানি ব্যবহার করেন কৃষকরা।এবছর কৃষকরা সেচ মৌসুম শুরুকরলেন 15 ইঞ্চি পানি কম নিয়ে।
দেশে প্রায় 12 লাখ সেচ যন্ত্রের মাধ্যমে ইরি -বোরো মৌসুমে ভূ-অভ্যন্তর থেকে পানি তোলা হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



