হারানো সেই দিনগুলো যদি ফিরে পেতাম!!
তাই কি হয়?!
কোথায় সে স্বপ্নে বিভোর বিকেলগুলো?
কোথায় আমার নাটাই নিয়ে দৌড়ে চলা?
কোথায় সে চাঁদনী রাতে হওয়ায় ভেসে মুগ্ধ আমার পথ হারানো?
বড় বেশী স্মৃতি কাতর আমি!!
আজ এই শহরটাকে বড় বেশী যান্ত্রিক মনে হয়।
আমার গ্রামীন মন হাপিয়ে উঠে!!
কবে মুক্তি মিলবে?!
জানিনা, আমি কিচ্ছু জানিনা!
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




