শিরোনাম: অন্তরের সন্ধানে
ধরন: উপন্যাসধর্মী নাটক
চরিত্রসমূহ:
রফিক — চিন্তাশীল আত্মঅনুসন্ধানী মানুষ
চাঁদ গাজী — নাস্তিক, যুক্তিবাদী, তর্কপ্রবণ
দরবেশ — উচ্চ মকামের আত্মশুদ্ধ সাধক
অন্তর — রফিকের ভেতরের অদৃশ্য কণ্ঠ
--------------------------------------------------
দৃশ্য — ১
(অল্প আলো। রফিক একা বসে আছে।)
রফিক (স্বগত):
আমি কে?
এই পৃথিবী কী?
মানুষ কোথায় ছুটছে?
আর স্রষ্টা—তিনি কি সত্যিই আছেন?
(কুরআনের আয়াতের আবহ)
কণ্ঠ:
“আর কেউ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবে না,
যতক্ষণ না আল্লাহ বিশ্বাস দান করেন।”
রফিক:
তাহলে বিশ্বাস কি আমার ইচ্ছাধীন নয়?
(আরেকটি আয়াত)
কণ্ঠ:
“আর যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করে,
আল্লাহ তাকে এমন জায়গায় নিয়ে যান
যেখানে প্রকৃত ঈমান রয়েছে।”
রফিক:
তাহলে মানুষ সবাই অন্ধ?
এই অন্ধত্বের মাঝেই কি ঈমান জন্মায়?
--------------------------------------------------
দৃশ্য — ২
(পাহাড়, নদী, জঙ্গল—আলো ও শব্দের ইঙ্গিত)
রফিক:
এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না।
তাহলে না দেখে বিশ্বাস কীভাবে আসে?
অন্তর (অদৃশ্য কণ্ঠ):
রফিক…
আমি তোমার খুব কাছেই।
রফিক:
কোথায় তুমি?
পাহাড়ে, জঙ্গলে, নদীতে—সবখানে খুঁজেছি!
অন্তর:
তুমি বাইরে গেছো,
আমি ভেতরেই ছিলাম।
--------------------------------------------------
দৃশ্য — ৩
(চাঁদ গাজীর প্রবেশ)
রফিক:
আপনি কি চাঁদ গাজী,
যিনি ধর্ম নিয়ে বিদ্রুপ করেন?
চাঁদ গাজী:
হ্যাঁ।
ধর্ম পুরনো রূপকথা।
মানুষ এখন উন্নতির পথে—
বিল্ডিং, গাড়ি, মহাকাশ!
রফিক:
তাহলে মানুষের কাজ কি
শুধু ভোগ করে মরে যাওয়া?
চাঁদ গাজী:
ধর্ম ছাড়াই সভ্যতা সম্ভব!
রফিক:
আপনি না মানলে সমস্যা নেই,
কিন্তু যারা মানে—তাদের বাধা কেন?
(নীরবতা)
--------------------------------------------------
দৃশ্য — ৪
(অন্ধকার মঞ্চ)
রফিক (স্বগত):
তর্ক করে অন্তর ভারী হয়ে গেল।
এই অন্ধকার কেন?
রফিক:
নির্জনতা ছাড়া আত্মশুদ্ধি হয় না।
নবীজি তো হেরা গুহায় ছিলেন…
(রফিক জঙ্গলের পথে রওনা হয়)
--------------------------------------------------
দৃশ্য — ৫
(ধ্যানরত দরবেশ)
রফিক:
আসসালামু আলাইকুম।
দরবেশ:
ওয়ালাইকুস সালাম, রফিক।
তোমার অপেক্ষাতেই এসেছি।
রফিক:
নাস্তিকের সাথে তর্কের পর
আমার অন্তর অন্ধকার কেন?
দরবেশ:
এটা ক্ষণস্থায়ী।
নফস অহংকার দিয়ে আলো ঢেকে দেয়।
রফিক:
উদ্ধারের পথ কী?
দরবেশ:
অবিরাম আমল।
ইচ্ছাকৃত পাপে দ্রুত তওবা।
শেষে—নফসে মুতমাইন্না।
(দরবেশ অদৃশ্য হয়ে যান)
--------------------------------------------------
দৃশ্য — ৬ (শেষ)
(ফজরের আলো। পাখির ডাক)
রফিক (কবিতা পাঠ):
আপনার চেহারা এত সুন্দর,
দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়।
আপনার বিরহে গলে যাচ্ছি,
নাই হয়ে যাচ্ছি।
(ফজরের সাদা রেখা)
রফিক (নামাজে দাঁড়িয়ে):
হে আল্লাহ,
আমাকে আমার অন্তরের কাছে ফিরিয়ে দিন।
সমাপ্ত
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





