দৃশ্য ০৭
শয়তান রফিকের কোনো ক্ষতি করতে না পেরে চলে গেলো।রফিক শান্তিতে ধ্যানে মগ্ন হলো।আজকে যেই বিষয়টা নিয়ে চিন্তায় ডুব দিয়েছে সেটা হলো,ইখলাস।
রফিক জানে ইখলাস আসলে জটিল এবং কঠিন একটি বিষয়।সাধকরা ইখলাস অর্জন করার জন্য বহু বছর সাধনা করেন।ইখলাসের হাকিকত কি তা জানার জন্য রফিক তার মুর্শীদের প্রয়োজন অনুভব করে,মুর্শীদকে স্মরন করা মাত্রই মুর্শীদকে নিকটেই পেয়ে যায়।
মুর্শীদ :আসসালামু আলাইকুম।রফিক আমাকে কেন স্মরন করেছো?
রফিক:ওয়ালাইকুম আস সালাম।আমি আপনার নিকট থেকে ইখলাসের হাকিকত জানতে চাই।
মুর্শিদ :ইখলাস হলো সেই জিনিস, যা সুধু আল্লাহ এবং বান্দাই জানে,তৃতীয় কেউ তা জানতে পারেনা।
রফিক :তার মানে ইখলাস হক তায়ালা এবং বান্দার মধ্যকার গোপন ব্যাপার যা কেউই জানতে পারেনা।
মুর্শিদ :হ্যা।ঠিক ধরেছো।শয়তানও তা জানতে পারেনা,ফেরেশতারাও তা জানতে পারেনা।
রফিক :হে প্রিয় মুর্শীদ।মাঝে মধ্যে মনে হয় আমি একজন খালেছ রিয়াকার!ভয় পেয়ে যাই তখন।
মুর্শীদ :এই ভয় পাওয়াই প্রমান যে তুমি রিয়াকার নও।টেনশন করে জীবনকে কষ্টের মধ্যে ফেলার দরকার নেই।
রফিক:আমি আপনার সাথে থাকতে চাই সবসময়।
মুর্শিদ : আমি তোমাকে অন্তরে রাখি সবসময়।শারীরিকভাবে দূরে থাকলেও অন্তরের দিক দিয়ে আমরা কাছেই থাকি,তুমি যখনই আমাকে স্মরন করবে আমাকে নিকটেই পাবে।আমি এখন থেকে প্রতি রাতে তোমার নিকট আসবো এবং তরিকতের সুক্ষ্ণ মাছায়েল আলোচনা করবো।যাতে আমার আগমনে তুমিও শান্তি পাও এবং ভীতি হীন মনে ইবাদত করতে পারো।
এখন তুমি তোমার আমলে মগ্ন হও। আমি আমার নির্জন কুটিরে যাচ্ছি।দরকার হলে আবার সামরন করিও।
রফিক :আপনার আগমনে আমি ধন্য হয়েছি, হক তায়ালা আপনাকে উত্তম পুরুষ্কার দান করুন।আমিন
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





