উয়ারী-বটেশ্বর কিভাবে যাবেন? মহাখালি, সায়েদাবাদ কিংবা গুলিস্থান থেকে ভৈরব, কিশোরগঞ্জ বা সিলেটগামী কোনো বাসে উঠে যাবেন মরজাল। সেখান থেকে একটি রিকশা নিয়ে সরাসরি উয়ারী 30-35 টাকা। সবচেয়ে ভালো হয়, মহাখালি থেকে চলনবিল অথবা অ্যারাবিয়ান গাড়িতে চড়ে মরজাল এসে নামলে, ভাড়া 60 টাকা। গুলিস্থান অথবা সায়েদাবাদ থেকে মরজাল গেলে ভাড়া নেবে 30-35 টাকা। সেখান থেকে রিকশা বা স্কুটার। তবে রিকশাই ভালো।
সবগুলো পরিবহনই নরসিংদী হয়ে যাবে। সুতরাং যদি কেউ নরসিংদী থেকে যেতে চান, তাহলে নরসিংদী থেকে ভৈরব বা সিলেটগামী কোনো বাসে চড়ে মরজাল নামবেন। নরসিংদী থেকে মরজালের দূরত্ব 24 কিলোমিটার আর ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব 46 কিলোমিটার। মরজাল থেকে উয়ারী-বটেশ্বর 4-5 কিলোমিটার রাস্তা।
শুভেচ্ছা নিরন্তর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




