বন্ধ করে দেয়া হল ফেইজ বুক, তার অপরাধ কি? ফেইজ বুকের মাধ্যমে ধর্মবিদ দের মনে আঘাত দেয়া হয়েছিল,
কিন্তু আমার মনে প্রশ্ন জাগে আমাদের ধর্মের এই আবস্থা কেন? কখনো তসলিমা নাসরিনের কলমের খোচায় ধর্মের গায়ে আচড় লাগে, আবার কখনো প্রথম আলোর কার্টুনষ্টি এর তুলির আচড়ে ক্ষত বিক্ষত হয় এই ধর্ম!
আর যখন এই ধর্মবিদরা মসজিদের ভিতরে ৯ বছরের শিশুকে বলৎকার করে তখন তাদের ধর্মের কিছু হয় না ? তখন ধর্মের প্রাণ আরো তাজা হয়! আমরা যখন আমাদের সোনার ছেলে মুসা ইব্রাহীম কে নিয়ে ফেইজ বুকে আনন্দ ভাগাভাগি করব, ঠিক তখনই ধর্মকে ক্ষত বিক্ষত করার দায়ে এটি বন্ধ করে দেয়া হল ! ধর্মকে ফেইজবুকের মাধ্যমে অবমাননা করা হয়েছে এটি ফেইজবুকের দোষ নয় এই দোষ জৈনক ব্যাক্তির। এই ব্যক্তির অপরাধে যদি ফেইজবুক বন্ধ করে দেয়া হয় , তাহলে মসজিদ গুলোতে ৬ বছরের শিশু কন্যাকে মসজিদের ইমাম কতৃক বলৎকারের জন্য অবিলম্বে মসজিদগুলোকে বন্ধ করে দেয়া উচিত।
আচ্ছা আপনাদের ধর্মের খুটি গুলো এত হালকা কেন? কখনও কলমের খোঁচায়, আবার কখনো কারো তুলির আচড়ে,আবার কখনো প্রযুক্তির আগাতে এই ধর্ম ক্ষত-বিক্ষত হয়ে যায়।
আপনারা বিশ্বের কয়টা ফেইজবুক আপনারা বন্ধ করবেন? কয়টা কলম দেশান্তর করবেন?
তাই আমি ধর্ম গুরুদের বলব এই সব করার আগে খতিবদের শিশু কন্যার প্রতি লোভ বন্ধ করেন, ইমামেদেরদোররা মারার ফতোয়া বন্ধ করেন। এতে আপনাদের ধর্ম কিছুটা হলেও প্রাণ ফিরে পাবে।
এটাই আমার প্রথম ব্লক। সবাইকে শুভেচ্ছা.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




