উপরের ছবির ছেলেটির নাম Giuliano Store । পিতা Iulian Stroe একজন বডিবিল্ডার। বাবার সাথেই মাত্র ২বছর বয়স থেকেই Giuliano প্রতিদিন weight training করে আসছিলো। ইতালিয়ান টিভি শো তে তাঁর একটি শো পুরা দেশবাসীকে অবাক করে দেয় যার ফলে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ড এ উঠে। শো তে সে তাঁর দুই পায়ের মাঝে মেডিসিন বল রেখে সর্বোচ্চ গতিতে শুধুমাত্র তাঁর দুই হাতের সাহায্যে হেটে ১০০ফিটের ও বেশি দূরত্ব অতিক্রম করে।
উপরের ছবির ব্যক্তিটির নাম মানোহার আইচ। তৎকালীন ভারতবর্ষের সর্বপ্রথম মিঃ ইউনিভার্স ছিলেন। তিনি ১৯৫২ সালে গ্রুপ৩ চ্যাম্পিয়নশিপে মিঃ ইউনিভার্স হওয়ার যোগ্যতা লাভ করেন এবং এশিয়ান গেমস এর বডিবিল্ডিং ক্যাটাগরিতে তিনবারের গোল্ড মেডালিস্ট। ছোটো দৈহিক উচ্চতার (৪ফুট ১১ইঞ্চি) জন্য তাকে ডাকা হত ''পকেট হারকিউলিস'' নামে
চলবে.....
ভাল লাগলে জানিয়ে যাবেন
তথ্য সূত্রঃ- সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



