অমিমাংসিত পংতিমালা
এই একটা মানুষ,
যে কিনা শুধু ভালবাসতে জানে
পায়না কিছুই,
একদিন এক শেষ বিকেলে নতজানু,
করজোড়ে ভিক্ষা।
প্রেমের সওদা নিয়ে নিত্য ব্যাস্ততা
এ বন্দর থেকে ও বন্দরে।
এটা নাকি তার বুনিয়াদি ব্যবসা
ভিক্ষা দেওয়ার নিয়ম নেই।
কতযে কাকুতি,একটু ভালবাসার জন্য
চোখের জল গড়িয়ে পড়ল ব্যবসায়ির পায়ে
ভিজলো না তবু কঠিন শিলা।
চেয়ে আছে,
হাতের আঙুল গলে পড়লোনা একফোটাও,
জয়নুল কি আকতে পারতো
আমার ক্ষুধিত হৃদয়ের কাংকালসার ৪৯
অথবা
কোন আধুনিক নামের মঙ্গা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




