"কাল আসলে না যে" ?
"পড়া হয়নি তাই আসি নি" ।
"ও । আমি কাল তোমার জন্য ওয়েট করেছিলাম" ।
"কেন ? কেন ওয়েট করেছিলে" ?
মাইশা কোন কথা বলল না । চুপ করে রইল ।
আমি হাসলাম ।
"হাসছো কেন" ?
"না ভাবছি মানুষ কত জটিল প্রানী" ।
"মানে" ?
"মানে হল কত সহজ সমাধান আছে । মাত্র একটু মুখ ফুটে বলে ফেললেই হয়ে যায় । কিন্তু না । মুখ দিয়ে কিছু বলবে না" ।
মাইশা অন্য দিকে তাকিয়ে রইল । অন্য দিকে তাকিয়েই বলল "তুমি জানো না আমি কি বলতে চাই" ?
"জানি । তবে ..."
"তবে কি" ?
"জানি তবুও তোমার মুখ দিয়ে শুনতে চাই" ।
"আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলি বল" ?
"ওকে ফাইন । আমি যাই তাহলে যাই ? টাট" ।
আমি যাওয়ার জন্য তোড়জোড় করি । মাইশা চুপ করে দাড়িয়ে থাকল । আমি যখন উঠে পড়লাম
ও বলল "মানুষ কষ্ট দিতে ভাল লাগে তাই না ? মজা লাগে" ?
আমি আবারও হাসি । বললাম "সবার বেলায় মজা লাগে না । তবে কিছু মানুষ আছে যাদের চোখে যখন জল টলমল করে তখন ...."।
"তখন" ? মাইশার চোখে পানি জমতে তখন পানি জমতে শুরু করেছে ।
আমি কোন কথা বলি না । কেবল তাকিয়ে থাকি ওর দিকে ।
"কি দেখো" ? খানিকটা অভিমানের সুর ।
"তুমি জানো না" ?
"না জানি না । বল" ।
"আচ্ছা ? মেরি বিল্লি ওর মুজেই ম্যাও" ।
ও হঠাত্ হেসে ফেলে । আর ঠিক তখনই ওর চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল ।
আমি অবাক হয়ে কিছুক্ষন তাকিয়ে থাকলাম ওর দিকে ।
"আচ্ছা আজ আমাকে আইসক্রিম খাওয়াও" ।
"ইস । লোভ কত" !
"খাওয়াবো না" ?
"কেন খাওয়াবো ? তুমি কে আমার" ?
"আচ্ছা আবার ম্যাও । খাওয়াবা না ? আমি কিন্তু চলে যাবো" ।
"আচ্ছা বাবা । খাওয়াচ্ছি । চল" ।
মাইশা চকবার কিনে দিল ।
বললাম "তুমি খাবে না" ?
"না না আমার ঠান্ডার সমস্যা আছে" ।
আমি চকবারে কামড় দিলাম । "খাবে না ? সিওর" ?
ওর মুখ দেখে মনে হচ্ছে ওর খেটে ইচ্ছা করছে ।
মাইশা বলল "ওখান থেকে একটু দাও" ।
"ইস ! কেন দেব" ?
"দিবা না" ?
"কেন দেব বল ? তুমি আমার কে হও" ?
ও হেসে ফেলল । তারপর নিজ থেকেই চকবার থেকে একটা বাইট নিল ।

আলোচিত ব্লগ
আমি মৃত্যু নিয়ে কোন আলাপ শুনতে চাই না।
আমি ব্রুকলীনের বাংগালী পাড়ার মুল এলাকার রাস্তার মোড়ে ( চার্চ-ম্যাকডোনাল্ডের কোণায় ) গ্রীনলাইটের অপেক্ষা করছি; অন্য পাশ থেকে মসজিদের সভাপতি হাশেম সাহেব আমার নাম ধরে ডাক দিলেন; আমি... ...বাকিটুকু পড়ুন
ব্লগ টিউটেরিয়ালঃ যেভাবে মুছে ফেলা মন্তব্য ব্লগে আবারও ফিরিয়ে আনবেন
জীবনে চলার পথে আমরা কত রকম কাজই না করি । কখন ইচ্ছে করে কখনই ভুল করে । কিন্তু এমন অনেক কাজ থাকে যে কাজ টা করে ফেলার পরে... ...বাকিটুকু পড়ুন
দূরে থাইক মেয়ে।
আমার জড়াইয়া ধইরা চুমাচুমি খাওয়ার অভ্যাস আছে
তাই দূরে থাইক মেয়ে
আরও বদ অভ্যাস আছে
না,
না,
মদ, বিড়ি, সিগারেট
ছি:!
ওসব একদম না
নেশা একমাত্র কবিতা ।
কি?
নারীর... ...বাকিটুকু পড়ুন
ধর্ষক আর ফেসবুকের পোস্ট, সামুর পোষ্ট X#(
ফেসবুকে কয়েক লাইনের যে পোস্ট দিয়ে ঝড় বইয়ে দিলেন তানজিম হাসান সাকিব, আমি অন্তর্জাল খুঁজে বের করলাম সেই পোস্টে তানজিম কী লিখেছিলেন। কথাগুলো এই:
'স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয়... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। শেভরন চুক্তি পেল
অবশেষে শেভরন কোম্পানি বাংলাদেশের ময়মনসিংহ , টাঙ্গাইল , শেরপুর এলাকায় গ্যাস অনুসন্ধানের আদেশ পেল । শেভরন কর্পোরেশন হল একটি আমেরিকান বহুজাতিক শক্তি কর্পোরেশন যা প্রধানত তেল ও... ...বাকিটুকু পড়ুন