-এই কি করছ ?
-কিছু করছি না ।
- বল না কি করছো?
-বললাম তো কিছু করছি না ।
- কেন করছো না ?
-এটা কেমন প্রশ্ন হল ?
-আমি জানি তুমি কেন কিছু করছো না । তোমার মন খারাপ । তুমি আমার উপর রাগ করেছ ।
ছেলেটি একটু অবাক হল । বলল
- তোমার উপর আমি কখনও রাগ করেছি ? বল করেছি ?
-কর নি তো । কিন্তু.....।
-কিন্তু কি?
এই প্রশ্নের জবাব মেয়েটি চট করে দেয় না ।
আজ সকাল থেকে মন টা খারাপ । সকাল থেকে না কাল রাত থেকে । ফোন রাখার পর থেকে । তুমি সত্যি কালকে আমাকে কষ্ট দিয়েছ । তুমি যখন কথাটা কালকে বললে আমি আসলে ভাবতেই পারি নি তুমি এমন একটা কথা বলতে পারো ! কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার উপর রাগ করেছি । না সোনাপাখি তোমার উপর আমি ড়াগ করিনি । রাগ করতে পারিনি । আমি কখনও তোমার উপর রাগ করতে পারি না । কিন্তু কথাটা শোনার পর থেকে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে । কেমন যেন একটু ফাকাফাকা লাগছে । বারবার কেবল মনে হচ্ছে যাকে এতোটা ভালবাসি যাকে ছাড়া আমার দিন টাই ঠিক মত শুরু হয় না যার সাথে কঠা না বললে আমি ঠিক মত নিঃশ্বাস নিতে পারি না বুক ভরে সেই মানুষটা আমাকে আমাকে আমার মত করে ভালবাসে না । এই অনুভূতিটা যে কতটা কষ্টের তোমাকে কিভাবে বোঝাবো ?
-বাসায় কখন এসেছ ?
-এইতো মাত্রই আসলাম ।
-খাও নি এখনও ?
-মাত্রই আসলাম । প্লিজ এখন এই কথাটা বলবানা যে ফোন রেখে ভাত খাও । ভাত খাওয়ার জন্য পুরো রাত পড়ে আছে কিন্তু তোমার সাথে কথা বলার জন্য পুরো রাত নেই ।
-কেন রাত কোথায় যাচ্ছে?
-রাত কোথাও যাচ্ছে না । কিন্তু তুমি তো থাকছ না ।
এই প্রশ্নের জবাবটা মেয়েটি দেয় না । ছেলেটি আবার বলে
-আচ্ছা আমাদের কি এমন কোনদিন আসবে না যেদিন আমরা সারা রাত কঠা বলবো ?
-কি বলবা সারা রাত ?
-জানিনা কি বলবো । কেবল সারা রাত তোমার সাথে থাকবো । তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনবো ।
-শোন এরকম কথা সবাই বলে । পরে দেখা যায় সবাই এক ।
-তোমাক কি মনে হয় আমি ও সবার মত । এই কটা বছরে তোমার কি একটু মনে হয়নি যে .......।
ছেলেটা চুপ করে যায় । কথাটা শেষ করতে পারে না । কোথা থেকে জানি এক মুঠো কষ্ট ওর বুকে আঘাত করে । ছেলেটির খুব কষ্ট হতে থাকে ।
তুমি কি এমন করে কেন আমার সাথে কথা বল ? আমি জানি তুমি একটু এই রকমই । সবার সাথেই এমন কর । কিন্তু আর সবাই আর আমি কি এক হলাম ? সবার সাথে তুমি যেমনটি করবে আমার সাথেও কি অমনটি করবে ? এটা কি করা ঠিক বল?? আমার বুঝি কষ্ট লাগে না ?
-আর একটু কথা বল না!!
ছেলেটা আকুতি করে মেয়েটির কাছে ।
মেয়ে বেশ রুক্ষ ভাবেই বলে
- বল কি বলবা ?
ছেলেটির খানিকটা খারাপ লাগে । কথা বলতে পারে না । মেয়েটি আবার বলে
-কি হল কথা বলছ না কেন??
-আসলে তুমি ফোনের অপর প্রান্তে আছো এটা ভাবতেই আমার অনেক ভাল লাগে ।
-শোন আমার ভাল লাগে না । ঠিক আছে ।
মেয়েটির এই কথা শুনে ছেলেটি অনেক কষ্ট পায় । মেয়েটা ওর সাথে এমন কেন করে ও বুঝতে পারে না । কষ্ট হয় । অভিমানও হয় খানিকটা । মেয়েটিকে বলে
-আচ্ছা ঠিক আছে তোমার যখন কথা বলতে ইচ্ছা করছে না তাহলে ফোন রেখে দাও ।
তুমি কি কোন দিন বুঝতে পারবে না তোমাকে আমি কত খানি ভালবাসি ! আর তুমি আমার কাছে কতটা জরুরী । তোমার একটু খানি
ভালবাসা কথা আমাকে কি পরিমান আনন্দ দেয় আবার একটু খানি অবহেলা আমাকে ক পরিমান কষ্ট দেয়, তুমি কি তা কোন দিন বুঝবে না ? এভাবেই আমাকে কষ্ট দিবে ? দাও আর কি করবা ! হয়তো কিছু কিছু মানুষ জন্মই গ্রহন করে কেবল কষ্ট পাবার জন্য । আমিও না হয় হলাম ঐ দলের । তোমাকে ভালবেসে কষ্ট পেয়েও সুখ । হয়তো তুমি একদিন বুঝবে । সেদিন এর আমাকে আর কষ্ট দিবে না । আমি সেই দিন টার জন্য অপেক্ষা করছি । সুন্দর সেই ভালবাসার দিনটির জন্য অপেক্ষা।
আলোচিত ব্লগ
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।