
মাল্টিনিক খুলে, পরিচয় লুকিয়ে একই সাথে দুইটা নিক ব্লগে চালানোটা খুব একটা সহজ কাজ কিন্তু না । আপনাদের কাছে যতই সহজ মনে হোক না কেন ব্যাপার মোটেই সহজ না । কদিন আগেই মাল্টনিক নিয়ে একটা বিনোদন আপনারা সবাই পেয়েছি। কিভাবে সেই মাল্টনিক ধরা পরেছিলো সেটা সবাই পড়েছেন । পোস্টটা যিনি দিয়েছিলেন তিনি সরিয়ে ফেলেছেন নয়তো লিংক দেওয়া যেত ।
যাইহোক সেটা কোন ব্যাপার না । ব্লগে একাধিক নিক খুলা কোন বড় ব্যাপার না । আমার বর্তমানে মোট তিনটা নিক রয়েছে সামুতে । একটা খোলা প্রায় ৫ বছর কাছাকাছি সময়ে, অন্যটা এই কয়েকদিন । এটা ছাড়াও অন্য দুটো নিকের সাথেই আমার নাম যুক্ত রয়েছে । তাই যে কেউ দেখলেই বুঝতে পারবে সেটা আমার নিক । এই রকম ভাবে যে কেউ নিক খুলতে পারে । সেটা কোন সমস্যা না । কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, আমি নিজেই যদি সেই মাল্টি নিক দিয়ে নিজের এই ব্লগে কমেন্ট করি আবার আমি নিজেই সেটার উত্তর দেই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় ? হাস্যকর লাগে না ব্যাপারটা? আবার ধরুন আমি নিজে এই নিক দিয়ে যেই কাজ করতে পারি না, ধরি কাউকে গালি দিতে পারি না সেই নিক দিয়ে তাকে সেই কথা বললাম তাহলে? এই সব হচ্ছে ঘৃন্যিত কাজ । একজন মেরুদণ্ডহীন মানুষের কাজ ।
বলদের সব থেকে বড় সমস্যা হচ্ছে বলদ নিজেকে সব থেকে বেশি বুদ্ধিমান ভাবে । সে ভাবে যে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই । এটাতেই সে ধরা খায় । মাল্টিনিক ধরার সব থেকে সহজ উপায় হচ্ছে বানান ভুল । প্রত্যেকের কিছু নির্দিষ্ট বানানে সমস্যা থাকে । নিক মাল্টি হলেও সেই শব্দ গুলো পোস্টে আসতে পারে । দুইজন মানুষ একই বানান সঠিক ভাবে লিখতে পারে কিন্তু দুজন মানুষ যদি একই বানান একই স্থানে ভুল করে তাহলে প্রায় শতভাব নিশ্চিত যে ঐ দুজন মানুষ আসলে একই ব্যক্তি ।
তবে মাল্টি নিক পরিচালনা কারী যদি সঠিক বানান লিখেন সব সময় তাহলে তাহলেও তার মাল্টি নিক ধরে ফেলা যায় একটু চেষ্টা করলেই । আইডি মাল্টি হলেও ব্যক্তি তো একই । আর একই ব্যক্তি মানে হচ্ছে তার লেখার ধরন, শব্দ বিন্যাস হবে একই একই রকম হবে, তার মনভাব সে যতই লুকাতে চাক সেটা এক সময় না এক সময়ে ঠিকই ধরা পড়বে, তার পছন্দ অপছন্দের ব্যাপারেও একটা সাদৃশ্য খুজে পাওয়া যাবে । আমি যদি নিজের কথাই ধরি । আমার গল্প লেখার ধরন যেমন, এবং যারা আমার গল্প পড়ে আমি যেই নামেই লিখি না কেন গল্প পড়লে লেখার ধরন দেখেই তারা ঠিক আন্দাজ করে ফেলবে যে এটা আমার লেখা । এই লেখার প্যাটার্ন এটা বদলানো খুব কঠিন একটা কাজ !
ধরুন আমার কারণে ব্লগে কারো কোন ক্ষতি হল। ধরতে বলেছি । ইহা কেবলই একটা উদাহরন । বাস্তবের সাথে ইহার কোন মিল নেই । তো যা বলছিলাম । ধরুন আমার কারণে ব্লগে কারো ক্ষতি । সে তখন একটা মাল্টি আইডি খুলল । তখন সে কি করবে? তার মানসিক সক্ষমতা যদি খুব শক্ত না হয় তাহলে সেই মাল্টি দিয়ে সে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে । করবেই । যেমন আমার গল্পে অপমানজনক কথা বলতে শুরু করবে, আমার কোন ভুল পেলে সেটা চেপে ধরবে । খুব কম মানুষই আছে যারা নিজের ঘৃণাকে বশিভূত করতে পারে ।
আবার ধরুন, ব্লগে একজনের খুব পছন্দের মানুষ রয়েছে । ধরতে বলেছি । বাস্তবের সাথে এটার কোন মিল নেই । কোন কারণে মাল্টি নিক খুললে তার খুব ইচ্ছে করবে সেই পছন্দের মানুষের ব্লগে কয়েকটা কথা বলে আসি । ঘুরে ফিরে সেই মাল্টিনিকে সেই পোস্টেই দেখা যাবে বারবার ।
আবার মনে করুন একজন ব্লগে ধর্ম বিদ্বেষী । বিশেষ করে ইসলাম বিদ্বেষী । সে মনে করে ইসলাম ধর্ম মাদ্রাসা এই সব আসলে থাকার দরকার নেই । আবারও বলছি মনে করতে, বাস্তবের সাথে ইহার কোন মিল নেই । যা বলছিলাম । সে যখন আবার নিজের মাল্টি খুলবে তখনও এই ব্যাপারটা তার লেখা মন্তব্যে স্পষ্ট ভাবে ধরা পড়বে । অবশ্য কিছু ট্যালেন্টেড মানুষ বাদ দিয়ে অন্য সবার বেলাতে এই সুত্রটা খাটবে । মানুষ এই নিজের মনভাব খুব সহজে লুকাতে পারে না । পারবে না । যেকোন ভাবে সেটা প্রকাশ পাবে । তার পোস্টে, তার কমেন্টে, তার লাইকড পোস্টে ।
আবার ধরুন, একজন অন্যের পোস্টে মন্তব্য করে পোস্টে ফোকাস না রেখে । পোস্টের বিষয় বস্তু এক সময় কিন্তু সে মন্তব্য করে অন্য কিছু আম জাম জদু মধু ইত্যাদি । মাল্টি খুলেও সে একই রকম কাজই করবে । সেখানেও মিল পাওয়া স্বাভাবিক ।
অথবা ধরুন আসল আইডিতে টুকলিফাই করে পোস্ট দিতো, এখান ওখান ওখান থেকে নিয়ে পোস্ট লিখতো, মাল্টিনিকেও সে টুকলিফাই করেই পোস্ট দিবে । স্বভাব আসলে বদল করা যায় না ।
আসলে এসব খুব একটা সমস্যা না । পরিচয় লুকিয়েও যদি কেউ মাল্টি নিকে একই সাথে ব্লগিং করে এটা আসলে কোন ব্যাপার না । যার কাছে অফুরন্ত সময়, হাতে কোন কাজ কর্ম নেই সে সময় কাটানোর জন্য আসলে এসব করতেই পারে । কিন্তু যে ব্যাপারটা সব থেকে বাজে আর খারাপ দেখায় সেটা হচ্ছে, আপনি যদি মাল্টি আইডি দিয়ে কোন ব্যক্তি বিশেষের উপর চড়াও হন । তারপর আপনি যেখানে নিজে অন্য মাল্টিনিক খোলা সম্পর্কে ভাল ধারণা পেষন করেন না অথচ নিজে মাল্টি নিক খুলে এই সব কাজ কর্ম করে বেড়ান এবং নিজেই নিজের মাল্টিনিক দিয়ে নিজের পোস্ট মন্তব্য প্রতিমন্তব্য করেন । এসব করবেন না । এসব ভাল মানুষের কাজ নয় ।
আমার ব্রাউজারে এখন এই পোস্ট লেখার ট্যাব বাদ দিয়েও আরও চারটা ট্যাব খোলা রয়েছে যেখানে জনৈক ব্লগারের দুইটা পোস্ট অন্য আরেক জনৈক ব্লগারের দুইটা পোস্ট দেখা যাচ্ছে । কেবল এই চারটা পোস্টের লিংক যদি আমি এখন নিচে যুক্ত করে দিই তাহলে সব পরিস্কার হয়ে যাবে আশা করি । অবশ্য অনেকেই দেখলাম ইতি মধ্যে ধরে ফেলেছে । আমি তাকে ধরেছি সে যেদিন আমার ব্লগে প্রথম মন্তব্য করেছে সেদিনই । তবে লিংক গুলো যুক্ত করলাম না । কেবল পরামর্শ থাকবে যে এই সব ছেলেমানুষী গুলো আর করবে না । এসব ভাল দেখায় না ।
যারা আমার মাল্টি নিকের খোজ দেখতে চান মাল্টি নিক এক মাল্টিনিক দুই আাপাতত এই দুইটা ছাড়া আর কোন মাল্টিনিক একটিভ নেই । আগে যেগুলো ছিল সেগুলোর পাসওয়ার্ড ভুলে গেছি !
সবাই ভাল থাকুন । হ্যাপি ব্লগিং ।
ছবি সুত্র
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


