কয়েক দিন ধরে একটা অনলাইন কোর্সে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের ব্যবহার শিখছি। তবে শিখতে গিয়ে যা টের পেলাম তা হচ্ছে আমার ভেতরে ক্রিয়েটিভি শূন্য। যাই হোক, সেখানকার একটা সেকশনে বিভিন্ন মোবাইল এপ্লিকেশনের ইন্টারফেস জিজাইন একটা ব্যাপার আছে । ইনস্ট্রাক্টর বলল যেন ছাত্ররা নিজে নিজে যে কোন একটা ডিজাইন বানানোর চেষ্টা করে । আমি প্রথমে ভাবলাম ফেসবুকেরই একটা নতুন ভার্শন ডিজাইন করি । তারপরই মনে হল যে আমাদের সামুরই একটা মোবাইল এপ্লিকেশন যদি কোন বানানো হয় তাহলে সেটা দেখতে কেমন হতে পারে ! ঘন্টা দুয়েকের কাজে নিচের একটা ডিজাইন বানানো গেল । ডিজাইনে বাংলা লেখা এড়িয়ে গেছি । আমার ফটোশপে বাংলা লিখতে গেলে অনেক ঝামেলা করতে হয় । আপাতত এই ঝামেলা না করে ব্যাসিক একটা ডিজাইন করার চেষ্টা করলাম । আগেই বলে নিচ্ছি এই জিনিস আমি পরশুদিন থেকে ধারনা পেতে শুরু করেছি ।
প্রথমেই যখন মোবাইলের এপস বের করবেন তখন এমন হয়তো দেখা যাবে ।
সামুর এপসের উপরে ক্লিক করবেন । সবার আগে নিচের মত অবস্থায় আসবে । এটা মানে হচ্ছে এপস চালু হচ্ছে ।
এপ চালু হওয়ার পরেই আপনাকে নিচে যাবে লগ ইন পেইজে । আইডি পাস দিয়ে লগিন করতে পারেন আবার গেস্ট হিসাবেও ভেতরে ঢুকতে পারেন । ভেবেছিলাম সাইন আপ বাটনও রাখবো । কিন্তু সেটা রাখি নি । পরে যোগ করা যাবে ।
লগিন করেই প্রথমেই আপনাকে নিয়ে যাবে সামুর হোম পেইজে ।
লগিনের পরেই এই পেইজ আসবে । নিচের হোম বাটনে চাপ দিলে সব সময় এই পেইজে আসা যাবে । উপরে দেখা যাচ্ছে সকল পোস্ট, নির্বাচিত পোস্ট এবং আলোচিত পোস্টের বাটন । এখানে চাপ দিলে সেই পেইজে নিচে যাবে । তিনটা দেখতে একই রকম হবে তাই আলাদা করে আর পেইজ দিলাম না !
পোস্টের দিকে খেয়াল করি । এখন যে যে জিনিস গুলো দেখা যায় এপ্লিকেশনেও সেই সেই ব্যাপার গুলো দেখা যাবে । যেমন পোস্টের শিরোনাম, ব্লগারের নাম এবং তারিখ ও সময় দেখা যাবে । নিচে দেখা হলুদ অংশে দেখা যাবে কতবার পঠিত, মন্তব্যের সংখ্যা এবং প্লাস ।
কেউ ইচ্ছে করলে টাইটেল কিংবা পোস্টের উপর চাপ দিয়ে পোস্টের ভেতরে চলে যেতে পারবে !
তখন সেটা দেখতে এমন হবে -
এখন আমরা যেমন ভাবে দেখি ব্লগে এপ্লিকেশনেও তেমনই দেখা যাবে । পোস্ট টাইটেল, ব্লগারের নাম, সময় । নিচে হলুদ স্থানে একজন ব্লগার চাইলে সেখানে লাইক দিতে পারবে। এবং এখানে পঠিত সংখ্যা এবং মন্তব্যের পরিমান জানা যাবে । কেউ যদি মন্তব্য করতে কিংবা পড়তে চায় তাহলে তাহলে মন্তব্যের অংশ ক্লিক করবে । সেটা করলে উক্ত পোস্টের মন্তব্য অংশ চলে যাবে । নিচে দেখতে হবে এমন ..
এখন ব্লগারের নামের উপরে ক্লিক করলেই উক্ত ব্লগারের প্রোফাইলে চলে যাওয়া যাবে । দেখতে অনেকটা এমন হতে পারে ।
ব্লগারদের বড় একটা ছবি থাকবে । তার নিচে নাম এবং ফলো বাটন ।
পাশে ব্লগারদের পছন্দের উক্তি বা বক্তব্য । নিচে হিট বা ব্লগ ভিজিট সংখ্যা । এরপর নিচে নামলে দুইটা সেকশন থাকবে । একটা ব্লগারদের পরিচয় এবং অন্যটা ব্লগারদের পরিসংখ্যাক । কে কত বছর ধরে ব্লগিং করছে কত গুলো করলো কত মন্তব্য ইত্যাদি ।
তারপর নিচে নামে সকল পোস্ট । এখানে স্ক্রল করে নামলে
পছন্দের পোস্টের একটা তালিকা অন্য ব্লগারেরা দেখতে পাবে ।
এবার নিচে হোম বাটনের পাশেই দেখা যাচ্ছে ব্লগ লেখা বাটন । এখানে টাচ করলে নিচের পেইজে চলে যাবে !
এখানে দেখা যাচ্ছে দুইটা অপশন রয়েছে । একটা নতুন পোস্ট লেখার অন্যটা ড্রাফটে থাকা পোস্ট । নতুন পোস্টে ক্লিক করলে নিচের পেইজ আসবে !
এখানে নতুন পোস্ট পাবলিশ করা যাবে অথবা ড্রাফটে নেওয়া যাবে । পোস্ট টুলস থেকে নানান সুবিধা যোগ করা যাবে । ছবি ভিডিও ইমোজি যোগ করা যাবে । মন্তব্য সেটিংও এখান থেকে নিয়ন্ত্রন করা যাবে ।
এছাড়া কেউ যদি ড্রাফট পোস্টে ক্লিক করে তাহলে তার ড্রাফট পোস্টে চলে যাবে !
যে ড্রাফট পোস্ট টি ব্লগার প্রকাশ করতে চায় সেখানে ক্লিক করলে নতুন পোস্ট লেখার যে অংশে চলে এসেছিলো তেমন তেমন একটা পেইজে এসে হাজির হবে । একই ভাবে পোস্ট টি প্রকাশ করা যাবে !
নিচে লেখা বাটনের পরেই রয়েছে নোটিফিকেশন বাটন । সেখানে চাপ দিলে এমন পেইজ এসে হাজির হবে যেখানে সকল পোস্টের নোটিফিকেশন থাকবে ।
নোটিফিকেশনের পরেই রয়েছে প্রোফাইল বাটন । এখানে ক্লিক করলেই ব্লগার নিজের ব্লগ পাতায় চলে যাবে । এটা দেখতে অনেকটা আগের মতই হবে কেবল সামান্য কিছু পার্থক্য থাকবে।
যেমন একজন ব্লগার নিচের সেফ স্টাটাস দেখতে পারবে নিজের ব্লগ পাতা থেকে । এছাড়া সকল পোস্ট সেকশনে প্রতিটি পোস্টের নিচে হলুদ বারের মত অপশন থাকবে সেখান থেকে সে পোস্ট সরিয়ে নেওয়া মুছে ফেলা কিংবা ইত্যাদি অপশন থাকবে । স্কল করলেই নিচে যাওয়া যাবে আরও ।
প্রোফাইল বাটনের পরে রয়েছে আরেকটা মেনু বাটন । এখানে টাচ করলে নিচের পেইজে যাওয়া যাবে !
এখানে প্রতিটি অপশনে টাচের জন্য আলাদা আলাদা পেইজ বানাতে হবে । সেটা অন্য আরেকদিন বানানো যাবে ! এটা বড় কাঁচা হাতের কাজ । এই কাজে যদি একটু পাকা হতে পারি তাহলে আরও নতুন করে আবার আরেকটা ডিজাইণ করা যাবে ।
সামুর একটা এপ্লিকেশন বানানো হয়েছিল অনেক দিন । বর্তমান সময়টা হচ্ছে মোবইলের যুগ । মোবাইল এপ্লিকেশনের যুগ । এখন দরকার সব কিছু এপ রয়েছে । সামুর কেন একটা এপ থাকবে না ? কর্তৃপক্ষ ব্যাপারটা ভেবে দেখতে পারে !
এতো সময় ধরে পোস্ট টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
হ্যাপি ব্লগিং !
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩২